Bollywood News
সুশান্ত সিং রাজপুতের ক্লস্ট্রোফোবিয়া ছিল। অর্থাৎ ফ্লাইট কিংবা কোনও আবদ্ধ স্থানে অস্বাভাবিক ভয় হওয়া। সম্প্রতি নিজের সাক্ষাৎকারে এ কথা প্রকাশ্যে আনেন রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়ে এমন নানা কথা দাবি করেছেন রিয়া। সেসবের মধ্যে ক্লস্ট্রোফোবিয়া মন্তব্যটি সকলের নজর কাড়ে। রিয়ার এই অভিযোগটি পুরোপুরি মিথ্যে বলেও ফেলে দেওয়া যাচ্ছে না কারণ সুশান্তের পুরনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।
Is this #claustrophobia ? u always wanted to fly and u did it .😊
A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের মোড় ঘুরছে ক্রমশ। সিবিআই এই তদন্তে হস্তক্ষেপ করার পর থেকেই রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, সিদ্ধার্থ পিঠানিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়ে গিয়েছে। রিয়ার জবাবে তেমন সন্তুষ্ট নয় সিবিআই যার জেরে তাঁকে ফের জেরা করা হয়েছে। এবার সিবিআই তদন্ত নয়, সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তির টুইটার অ্যাকাউন্ট থেকে ফাঁস হল নয়া তথ্য। একটি ভিডিও শেয়ার করতেই হতবাক নেটবাসী।
My God!! Listening to news like this breaks my heart a million times...what all they did with my brother. Please, please arrest them!! #ArrestCulpritsOfSSR pic.twitter.com/2fdU0n3lyj
— shweta singh kirti (@shwetasinghkirt) August 29, 2020