Bollywood News
সুশান্তের মৃত্যুতে একাধিক অভিযোগের আঙুল উঠেছে প্রেমিকা রিয়ার দিকে। এবার পুরোনো সমস্ত অভিযোগকেও ছাপিয়ে গেছে সুশান্তের বাবার করা অভিযোগ। প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং স্পষ্ট জানিয়েছেন, বিষ খাইয়েই সুশান্তকে খুন করেছে রিয়া। অভিযুক্তকে গ্রেফতারির আবেদনও জানিয়েছেন তিনি। তবে শুধু রিয়াই নন, রিয়ার সঙ্গে জড়িত খুনিদেরও শান্তির দাবি তুলেছেন সুশান্তের বাবা।
#WATCH Rhea Chakraborty was giving poison to my son, Sushant from a long time, she is his murderer. The investigating agency must arrest her and her associates: KK Singh, #SushantSinghRajput's father pic.twitter.com/EsVpAUlZMt
— ANI (@ANI) August 27, 2020
Top Stories