বাঙালি চলচ্চিত্র পরিচালক অনুরাগ বসুকে 'না' বলে দিলেন কঙ্গনা রানাওত। অনুরাগ বসুর পরবর্তী ছবিত ইমালি'-তে কাজ করার কথা ছিল কঙ্গনার। সেই প্রতিশ্রুতিই ফেরালেন কঙ্গনা।
বিটাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর আবার ইয়শ রাজ ব্যানারের ছবিতে ফিরছেন। আর সেই ছবিতেই নাকি তাঁর বিপরীতে দেখা যাবে মানুষি ছিল্লারকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে এমনই। ছবিটির পরিচালনা করবেন মণীষ শর্মা।