সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রকাশ ঝা। বললেন, আমি সত্যি বলছি ভারতীয় অভিনেতাদের প্রতি আমি খুবই বিরক্ত। অভিনয় কী জিনিস সেটাই অর্ধেকে জানে না। কোনও অভিনেতা জানতেই চায় না শ্যুটিং-এর দিন নিয়ে, টাইমিং নিয়ে, লোকেশন নিয়ে। এটাই পার্থক্য হলিউড আর আমাদের।