- Home
- Entertainment
- Bollywood
- Pakistani Social Media Influencer: বাড়িতেই নৃশংস ভাবে খুন পাকিস্তানি টিকটকার, জানেন কে ছিলেন এই সানা?
Pakistani Social Media Influencer: বাড়িতেই নৃশংস ভাবে খুন পাকিস্তানি টিকটকার, জানেন কে ছিলেন এই সানা?
Sana Yousaf Death News: পাকিস্তানি টিকটকার সানা ইউসুফের হত্যার খবর সকলকে স্তব্ধ করে দিয়েছে। মাত্র ১৭ বছর বয়সী এই তরুণী সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় গড়ে তুলছিলেন। জেনে নিন কী ঘটেছিল এবং কে ছিলেন সানা ইউসুফ...

সানা ইউসুফকে বাড়িতেই খুন
রিপোর্ট অনুযায়ী, ১৭ বছর বয়সী পাকিস্তানি টিকটকার সানা ইউসুফকে তারই বাড়ির ভিতরে হত্যা করা হয়েছে। তিনি ইসলামাবাদে থাকতেন।
কারা করেছে সানা ইউসুফের হত্যা?
রিপোর্ট অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তি তাকে গুলিতে হত্যা করে পালিয়ে যায়। ১৭ বছর বয়সী টিকটক তারকা সানা ইউসুফ সোমবার ইসলামাবাদে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
ইসলামাবাদে কোথায় থাকতেন সানা ইউসুফ?
দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং সামায়া টিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুম্বল থানার আওতাধীন এলাকায় এবং দেশে বারবার ঘটে যাওয়া একাধিক ঘটনার মধ্যে এটি একটি। সানা ইউসুফ ইসলামাবাদের জি-১৩ সেক্টরে থাকতেন।
সানা ইউসুফ কে ছিলেন?
সানা ইউসুফ চিত্রালের বাসিন্দা ছিলেন। তিনি একজন সোশ্যাল মিডিয়া কর্মীর কন্যা ছিলেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রালের বাসিন্দা সানা তার টিকটক ভিডিওর মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন । এদিকে, সামায়া টিভি জানিয়েছে যে সন্দেহভাজন ব্যক্তি সানার বাড়িতে অতিথি হিসেবেই এসেছিল। তারাই খুন করে থাকতে পারে।

