- Home
- Entertainment
- Bollywood
- parineeti chopra wedding: বোনের বিয়েতে ঝলমলে হলুদ পোশাকে ফ্লোর মাতালেন প্রিয়াঙ্কা, দেখে নিন ছবি
parineeti chopra wedding: বোনের বিয়েতে ঝলমলে হলুদ পোশাকে ফ্লোর মাতালেন প্রিয়াঙ্কা, দেখে নিন ছবি
- FB
- TW
- Linkdin
সাতপাকে বাধা পড়লেন আপ নেতা রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া। নয়া দিল্লির কাপুরথালা হাউসে অনুষ্ঠান হয়। পরিণিতি আর রাঘব আংটি বদল করেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।
একদিকে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিত অন্যদিকে বিনোদন জগতের ব্যক্তিত্বরা। সবমিলিয়ে ঝলমলে ছিল বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানে রাঘব আর পরিণীতি শুধুমাত্র নিজেদের ঘনিষ্ট বন্ধু আর পরিবারের সদস্যদেরই আমন্ত্রণ জানিয়েছিলেন।
পরিণীতির বিয়েতে হলুদ পোশাকে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি ছিল রীতিমক ঝলমলে। নিজের কাজে ব্যবস্থা থাকায় শালীর বিয়েতে উপস্থিত হতে পারেননি নিক জোনস।
হলুদ পোশাকে প্রিয়াঙ্কার লুক ছিল নজর কাড়া। পাশাপাশি নিজের গ্রেস দিয়ে সমস্ত স্পট লাইট নিজের দিকে নিয়েছিলন তিনি।
একটি হলুদ গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে গয়নার বিশেষ ঝলক পাওয়া যায়নি।
হালকা মেকআপ, খোলা চুল এবং নিজের সাবলিল ভঙ্গিতে ফ্লোর মাতালেন তিনি।
অন্যদিকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী, ডেরেক ওব্রায়েন অভিষেক মনু সিংভি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পি চিদাম্বরমও।