৫ দিনে ৫৪২ কোটি টাকা আয় করেছে পাঠান, সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সহ শাহরুখ, দীপিকা ও জন

৫ দিনে ৫৪২ কোটি টাকা আয় করেছে পাঠান । সোমবার প্রথমবার সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সহ শাহরুখ, দীপিকা ও জন ।

Share this Video

৫ দিনে ৫৪২ কোটি টাকা আয় করেছে পাঠান | সোমবার প্রথমবার সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দ সহ শাহরুখ, দীপিকা ও জন | শাহরুখ জানান যে, ছবি শেষ করা আর মুক্তির মাঝে সময়ের অভাবেই মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেননি তিনি | কথোপকথনের মাঝেই শাহরুখের নামে ও পাঠানের নামে জয়ধ্বনি তোলেন ফ্যানেরা | রবিবার বান্দ্রার একটি সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন | সাংবাদিক সম্মেলনে কার্যত আবেগে ভাসলেন দীপিকা পাড়ুকোন | পাঠান ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা জন আব্রাহামও শাহরুখ খানের প্রশংসা করেন। তিনি বলেছিলেন যে আমি মনে করি আমি একজন অ্যাকশন হিরো, তবে শাহরুখ খান এই মুহূর্তে দেশের এক নম্বর অ্যাকশন হিরো। 

Related Video