সংক্ষিপ্ত

এদিকে কদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নায়িকা। লেখেন, আমি আমার ১১তম চলচ্চিত্রটি শেষ করব। যদি আমি কারও সঙ্গে শুতে পারতাম, তাহলে এটা আমার জীবনের ৩০ তম সিনেমা হত।

অভিনয় জগত সম্পর্কে সকলের মনেই আছে নানান ধারণা। বলিউডে কাজ পাওয়া নিয়ে নানান নেতিবাচক কথা ঘোরাফেরা করে সকলের মনে। এবার বলিউডে কাজ করা নিয়ে এক বিশেষ মন্তব্য করলেন অভিনেত্রী পায়েল ঘোষ।

অভিনেত্রী পায়েল ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্ট সদ্য নজর কাড়ল সকলের। হিন্দি ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে জমিয়ে কাজ করেন পায়েল ঘোষ। প্রয়ানম, ওসারভেলি, থেরোডাম ভিধিয়েলি এবং প্যাটেল কী পাঞ্জাবি শাদির মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। শীঘ্রই আসছে তাঁর অভিনীত ফায়ার অফ লাভ রোড। এই থ্রিলার ছবিটি অশোক ত্যাগী লিখেছেন ও পরিচালনা করেছেন।

ছবি মুক্তির আগে এক বিস্ফোরক মন্তব্য করে খবরে এলেন নায়িকা। সদ্য তিনি টুইটে লেখেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, আমি সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি। আমি যদি বলিউডে লঞ্চ হতাম, তারা আমাকে সকলের সামনে তুলে ধরার জন্য আমার পোশাক খুলে ফেলত। কারণ, তারা তাদের সৃজনশীলতার চেয়েও মহিলাদের শরীর বেশি ব্যবহার করে।’ এই মন্তব্য মুহূর্তে হয়েছে ভাইরাল। যা তৈরি করেছে বিতর্ক।

 

 

এদিকে কদিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নায়িকা। লেখেন, আমি আমার ১১তম চলচ্চিত্রটি শেষ করব। যদি আমি কারও সঙ্গে শুতে পারতাম, তাহলে এটা আমার জীবনের ৩০ তম সিনেমা হত।

তবে, এই প্রথম নয়। এর আগে কাস্টিং কাউচ নিয়ে একবার বিস্ফোরক মন্তব্য করেন নায়িকা। তিনি লিখেছিলেন, বড় সিনেমা পেতে আপনাকে বিছানায় উঠতে হবে। কারও সঙ্গে না শুয়ে সেটা কখনোই সম্ভব নয়।