Kangana Ranaut: ইরা-নুপূরের রিসেপশনে কঙ্গনাকে দেখেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি, দেখুন কী বললেন নায়িকা

ইরা খান ও নুপূর শিখরের রিসেপশনে গোলাপি লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন কঙ্গনা। এরপরই পাপারাৎজিদের বলতে শোনা যায় জয় শ্রীরাম।

Share this Video

১৩ জানুয়ারি শনিবার মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে আমির খানের কন্যা ইরা খান ও নুপূর শিখরের ছিল রিসেপশন। সেখানে গোলাপি লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন কঙ্গনা। সবুজ কার্পেটে দাঁড়িয়ে পোজ দেন নায়িকা। এরপরই পাপারাৎজিদের বলতে শোনা যায় জয় শ্রীরাম। সকলেই কঙ্গনাকে জয় শ্রীরাম বলে অভিবাদন জানান। কঙ্গনাকেও জয় শ্রীরাম বলতে দেখা যায় । কঙ্গনার এমন শান্ত আচরণ প্রশ্ন তুলেছে সকলের মনে। তবে কি বিজেপিতে যাচ্ছেন তিনি?

Related Video