সংক্ষিপ্ত
বিয়ের এক বছর যেতে না যেতেই ভয়ঙ্কর চোখের সমস্যার শিকার রাঘব চাড্ডা! কী হয়েছে আপ নেতার?
২৪ সেপ্টেম্বর ২০২৩ সালে উদয়পুরে সাত পাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। কিন্তি বিয়ের এক বছরের মধ্যেই অন্ধকার নেমে এল চাড্ডা পরিবারে। বিয়ের এক বছর যেতে না যেতেই ভয়ঙ্কর চোখের সমস্যার শিকার রাঘব চাড্ডা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রাঘব। চোখের সমস্যা এতটাই গুরুতর যে রাঘব চাড্ডা দৃষ্টিশক্তি একেবারে হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ মঙ্গলবার জানিয়েছেন, "দলের কোনও কাজে রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে না, কারণ তাঁর চোখের বেশ কিছু সমস্যা হচ্ছিল। সেটা বেশ জটিল। চোখের অস্ত্রোপচার হয়েছে। তার জন্য রাঘব লন্ডনে রয়েছেন। সমস্যা অনেকটাই গুরুতর, যার জন্য সে দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারে। তবে আমি আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দিল্লি ফিরবে খুব তাড়াতাড়ি এবং দিল্লিতে দলের প্রচারে যোগ দেবে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।"
তবে রাঘব দিল্লিতে না থাকলেও সামাজিক মাধ্যমে ভীষণ ভাবে অ্যাক্টিভ তিনি। রাজনৈতিক যে কোনও কাজে কমেন্ট করছেন, পোস্ট করছে প্রাসঙ্গিক নানা বিষয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
আপ আহ্বায়কের গ্রেফতারিতেও ভিডিও পোস্ট করে তীব্র বিরোধীতা করেন। কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে ভিডিও পোস্ট করে আপ সাংসদ ,লিখেছিলেন, "আপনারা শুধুই কেজরিঅয়ালের শরীরটাকে গ্রেফতার করেছেন, তাঁর চিন্তা-বুদ্ধিকে আটকে দিতে পারেননি।"