রাজামৌলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ! সামনে এল চাঞ্চল্যকর ভিডিও
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এসএস রাজামৌলির উপরে উঠে এল গুরতর অভিযোগ। নিজেকে চলচ্চিত্র নির্মাতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে শ্রীনিবাস রাও অভিযোগ করেছেন যে নির্দেশক তাঁকে আত্মহত্যা করার প্ররোচনা করেছেন।
তিনি জানিয়েছেন যে, তাঁকে আত্মহত্যার কথা ভাবতে বাধ্য করেছে এসএএস রাজামৌলি। একটি ভিডিও এবং একটি চিঠি শেয়ার করে তিনি জানিয়েছেন, এসএস রাজামৌলির সঙ্গে তাঁর ৩৪ বছরের বন্ধুত্ব রয়েছে। "আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই'রাজামৌলির কারণেই আমি ৫৫ বছর বয়সেও সিঙ্গল। আমরা ইয়ামাডোঙ্গা পর্যন্ত একসাথে কাজ করেছি, কিন্তু তিনি একজন মহিলার জন্য আমার ক্যারিয়ার ধ্বংস করেছেন,"।
তবে এসএস রাজামৌলি এবং তার দল এখনও এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানায়নি। এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানি পরিচালক।
মহেশ বাবুর সঙ্গে এসএসএমবি 29 ছবির শুটিংয়ে ব্যস্ত রাজামৌলি। জানা গিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবির একটি অংশ। তবে এখনও ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
