রোহিত বললেন, "আমার আওয়াজ ঠিকঠাক আসছে তো? তারপরেই হেসে বললেন, কিছু মনে করবেন না বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গের ওখানে আজকাল আওয়াজ তুললে তা দাবিয়ে দেওয়া হয়"

শুরু হল স্ট্যান্ড আপ কমেডি হাতে মাইক নিয়ে রোহিত মিশ্র প্রশ্ন করলেন, "আমার আওয়াজ ঠিকঠাক আসছে তো? তারপরেই হেসে বললেন, কিছু মনে করবেন না বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গের ওখানে আজকাল আওয়াজ তুললে তা দাবিয়ে দেওয়া হয়"। এরপরেই শুরু হল একের পর এক কলকাতা পুলিশকে নিয়ে মশকরা। রোহিত বললেন, " কলকাতা শুনেই আপানার এমন হাসছেন, আপনাদের বলে রাখি কলকাতাতেও একটা পুলিস ডিপার্টমেন্ট রয়েছে। , আপনারা জানেন হয়তো, কিন্তু আমরা দেখতে পাইনা। কলকাতা পুলিশ সম্পর্কে সবসময় এমন খবর পাওয়া যায় যে, কলকাতা পুলিশ গুরগাঁও থেকে ইনফ্লুয়েন্সার গ্রেফতার করে নিয়েছেন। গোয়া থেকে গায়ক গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিন্তু কলকাতা থেকে যখন কলকাতা পুলিশকে ফোন করা হবে আর বলা হবে, স্যার এখানে হিন্দু মসুলিম দাঙ্গা হচ্ছে, তখনই কলকাতা পুলিশ বলবে, 'দাঙ্গা হচ্ছে? হিন্দু মুসলিম? তাহলে কি ভিকি কৌশলকে গ্রেফতার করে নেব?"

এরপর কমেডিয়ার আরও বলেন, " আমার তো ভয় করছে ব্যাঙ্গালোরে যে ঘটনা ঘটেছে তারপর বিরাটকে না কলকাতা পুলিশ গ্রেফতার করে নেয়, আপনারা জানেন না আপনাদের বলে রাখি, ওসামা বিন লাদেনকে কে ধরেছে? কলকাতা পুলিশ। কীভাবে জানেন? ওসামা ভুল করে মমতার মিম লাইক করে দিয়েছিল, তারপরেই ঘরের আলো বন্ধ হয়ে যায় আর লাদেন দেখে সামনে কলকাতা পুলিশ।

Scroll to load tweet…

এরপরেই ভরে যায় কমেন্ট বাক্স। কমেডিয়ানের কথার সমর্থন করেন বেশিরভাগ নেটিজেনরাই। অনেকে আবার লেখেন, " এখন ভয় করছে ভিডিওটা লাইক করলাম, যদি কলকাতা পুলিশ ধরে নিয়ে যায়"।