- Home
- Entertainment
- Bollywood
- মারাত্মক ঘটনা! একবার ঋষি কাপুরের বাড়িতে ছুরি নিয়ে হামলা করেছিলেন সঞ্জয় দত্ত! কেন?
মারাত্মক ঘটনা! একবার ঋষি কাপুরের বাড়িতে ছুরি নিয়ে হামলা করেছিলেন সঞ্জয় দত্ত! কেন?
আশির দশক। ঋষি কাপুর তখন তারকা। সঞ্জয় দত্তর বলিউডে পা রাখা। দুই তারকার মধ্যে তখন এমন কিছু ঘটেছিল যে, সঞ্জয় ঋষিকে মারতে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলেন।

বলিউডে গল্পের কোনো শেষ নেই। কিছু মজার, কিছু আবার অবাক করার মতো। সঞ্জয় দত্ত আর ঋষি কাপুরের এমনই এক গল্প।
ঋষি কাপুরের রাজত্ব ছিল ৭০-৮০ দশকে। তিনি ছিলেন তৎকালীন শীর্ষ তারকা। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। এই সময়েই বলিউডে আবির্ভাব ঘটে সঞ্জয় দত্তের।
১৯৭৩ সালে 'ববি' দিয়ে ঋষি কাপুরের অভিষেক। ৮০-র দশকে 'রকি' দিয়ে সঞ্জয় দত্তের অভিষেক।
'রকি' ছবিতে সঞ্জয়ের নায়িকা ছিলেন টিনা মুনিম। শুটিংয়ে দুজনের প্রেম। ছবি মুক্তির পর তাদের প্রেমকাহিনী ছিল শিরোনামে।
'রকি'র সাথে সাথে মুক্তি পায় টিনা অভিনীত 'कर्ज', যেখানে নায়ক ঋষি। শুরু হয় ঋষি-টিনার প্রেমের গুঞ্জন।
ঋষি-টিনার প্রেমের খবর পেয়ে ক্ষিপ্ত সঞ্জয়। চাকু হাতে ঋষির বাড়ি যান তাকে মারতে।
মাতাল সঞ্জয় চাকু হাতে ঋষির বাড়িতে হাজির। ঋষির স্ত্রী নীতু সিং তাকে বুঝিয়ে শান্ত করেন।
টিনা সঞ্জয়ের মাদকাসক্তির কথা জানতে পেরে তাকে ছেড়ে চলে যান। সঞ্জয় অনেক বুঝিয়েছিলেন, কিন্তু টিনা মানেননি।

