- Home
- Entertainment
- Bollywood
- আজ রইল ১০ তারকার কথা, এক সময় ফাঁস হয়েছিল এদের ডেটিং-র ছবি, দেখে নিন এক নজরে
আজ রইল ১০ তারকার কথা, এক সময় ফাঁস হয়েছিল এদের ডেটিং-র ছবি, দেখে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর
বহুদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের। সদ্য স্পেনে একটি শো দেখতে গিয়েছিলেন তাঁরা। তারপরই ভাইরাল হয় অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের গোপন ডেটিং-র ছবি।
জাহ্নবী ও শেখর পাহাড়িয়া
সম্পর্ক নিয়ে কোনও দিনই কোনও মত প্রকাশ করেননি জাহ্নবী। তবে, শেখর পাহাড়িয়ার সঙ্গে ডেটিং-এ দেখা গিয়েছিল জাহ্নবীকে। জাহ্নবীর ভক্তরা শেখরের সঙ্গে তাঁকে একবার মন্দিরে যেতে দেখেছিলেন।
নব্যা ও সিদ্ধান্ত
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এসেছে খবরে। সিদ্ধান্ত চতুর্বেদী-র সঙ্গে ডেটিং-এ দেখা গিয়েছিল তাঁদের। ফাঁস হয়েছিল সেই গোপন প্রেমের ছবি।
বিজয় ও তমন্না
সদ্য প্রেমের কথা স্বীকার করলেও মাঝে ফাঁস হয়েছিল তাঁদের গোপন ডেটিং-র ছবি। দীর্ঘদিন সম্পর্কে আছেন তমন্না ভাটিয়া ও বিজয়। একবার এক পার্টিতে তাঁদের কিস করতে দেখা যায়। সেই থেকে শুরু হয়েছিল সম্পর্কের গুঞ্জন। পরে ফাঁস হয়েছিল তাঁদের ডেটিং-র ছবি।
শুভমন গিল ও সারা আলি খান
শুভমন গিলের সঙ্গে সারা আলি খানের গোপন সম্পর্কের কথা ফাঁস হয়েছিল এক সময়। ডেটিং করতে দেখা গিয়েছিল তাঁদের। প্রকাশ্যে প্রেমের স্বীকার না করলেও অনেকেই বলেন দীর্ঘদিন সম্পর্কে আছেন শুভমন গিল ও সারা আলি খান।
নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া
২০১৮ সালে দাম্পত্য সম্পর্কে বাঁধা পড়েন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের আগে ভাইরাল হয়েছিল তাঁদের গোপন ডেটিং-র ছবি। কাজের সূত্রে বিদেশে থাকতেন প্রিয়াঙ্কা। সেখানে নিকের সঙ্গে ডেটিং করতে দেখা গিয়েছিল নায়িকাকে।
রণবীর কাপুর ও মহিরা
আলিয়ার আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর। সে সময় মাহিরা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর কাপুর। একবার ফাঁস হয়েছিল তাঁদের ডেটিং-র ছবি।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফ
দীর্ঘদিন সম্পর্ক ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের। একবার বিচের ধারে ফাঁস হয়েছিল তাঁদের গোপন ডেটিং-র ছবি। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও বিশেষ কারণে ভাঙে সেই প্রেম। পরে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। ও ভিকিকে বিয়ে করেন ক্যাট।
ক্য়াটরিনা ও ভিকি কৌশল
২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। তবে, তাদের প্রেম পর্ব শুরু হয়েছিল লকডাউনের সময় থেকে। সে সময় একাধিকবার ফাঁস হয়েছে দুজনের গোপন ডেটিং-র ছবি।
পলক তিওয়ারি ও আব্রাহিম আলি খান
শ্বেতা কন্যা পলক তিওয়ারি ও সইফ পুত্র আব্রাহিম আলি খানের মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যায় বলি পাড়ায়। একাধিকবার একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে তাঁদের। ফাঁস হয়েছে গোপন ডেটিং-র ছবি।