Amitabh Birthday: ৮১-তে অমিতাভ, জন্মদিনে ফিরে দেখা শেহনশা ও রেখার হিট ছবি
৮১ বছর পূর্ণ করলেন অমিতাভ বচ্চন। দীর্ঘদিনের কেরিয়ারে অভিনয় ছাড়া রেখার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে এসেছেন বিগ। আজ জন্মদিনে দেখে নিন শেহনশা ও রেখার হিট ছবি।

দো আনজানে- ১৯৭১ সালে মু্ক্তি পায় দো আনজানে। ছবিতে নজর কেড়েছিল অমিতাভ বচ্চন ও রেখার কেমিস্ট্রি। এই ছবি দিয়ে একসঙ্গে কাজ শুরু করেন দো অমিতাভ বচ্চন ও রেখা।
মুকাদ্দার কা সিকন্দার- ১৯৭৮ সালে মুক্তি পায় মুকাদ্দার কা সিকন্দার। এটি অমিতাভ ও রেখার কেরিয়ারের একটি ব্লক বাস্টার ছবি। ত্রিকোণ প্রেমের কাহিনি উঠে এসেছিল এই ছবির গল্পে।
গঙ্গা কি সৌগন্ধ- ১৯৭৮ সালে মুক্তি পায় গঙ্গা কি সৌগন্ধ। এটি অমিতাভ বচ্চন ও রেখার কেরিয়ারের অন্যতম হিট ছবি। ছবিতে নজর কেড়েছিল অমিতাভ বচ্চন ও রেখার কেমিস্ট্রি।
খুন পসিনা- রেখা ও অমিতাভ বচ্চনের আরও এক হিট ছবি খুন পসিনা। ছবিতে নতুন ধরনের চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে।
মিস্টার নটবরলাল- ১৯৭৯ সালে মুক্তি পায় মিস্টার নটবরলাল। ছবিটি পরিচালনা করেন রাকেশ কুমার। ছবিতে নজর কেড়েছিলেন রেখা ও অমিতাভ বচ্চন।
সিলসিলা- সিলসিলা দেখেননি এমন অমিতাভ বচ্চন ও রেখা ভক্ত খুঁজে পাওয়া দায়। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। রেখা, অমিতাভ বচ্চন ও জয়া অভিনয় করেছিলেন ছবিতে।
সুগান- ১৯৭৯ সালে মুক্তি পায় সুগান। এটি রেখা ও অমিতাভ বচ্চনের কেরিয়ারে অন্যতম হিট ছবিটি। এই ছবিতে রেখা ও অমিতাভ বচ্চনের অভিনয় মন কেড়েছিল দর্শকদের।
আলাপ- রেখা ও অমিতাভ বচ্চনের কেমিস্ট্রি নজর কেড়েছিল আলাপ ছবিতে। আলাপ ছবিটি রেখা ও অমিতাভ বচ্চনের কেরিয়ারে এনেছিল নতুন মোড়।
রাম বলরাম- রাম বলরাম ছবিতেও দেখা গিয়েছিল রেখা ও অমিতাভ বচ্চনকে। এই ছবিটি সে সময় ব্যাপক হিট করেছিল। ছবিটি নজর কেড়েছিল সকলের।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।