- Home
- Entertainment
- Bollywood
- Adipurush: সীতার পরনে থাকা সাদা শাড়ি নিয়ে নয়া অভিযোগ, হাজার বিতর্কের মাঝেও ছবির আয় গড়ল রেকর্ড
Adipurush: সীতার পরনে থাকা সাদা শাড়ি নিয়ে নয়া অভিযোগ, হাজার বিতর্কের মাঝেও ছবির আয় গড়ল রেকর্ড
- FB
- TW
- Linkdin
আদিপুরুষ
প্রথম সপ্তাহান্তেই ছবি পা দিয়েছে ২০০ কোটির ঘরে। রেকর্ড বলছে ২৪০ কোটি আয় করেছে ছবিটি। ওপেনিং ডে-তে ছবির আয় ছিল ১৪০ কোটি। এই আয় ছিল বিশ্বব্যাপী। তারপরই পা দিয়েছে ২০০ কোটির ঘরে। কারণ দ্বিতীয় দিনে ছবির আয় ছিল ১০০ কোটি।
আদিপুরুষ
জানা গিয়েছে, হিন্দি ও বাকি দক্ষিণ ভারতের তেলেগু সংস্করণের সংগ্রহ বিচার করে বোঝা যাচ্ছে ছবির আয় প্রায় ৯০ কোটি। এই আয় হয়েছে প্রথম দিনে। তেমনই মোট সংগ্রহ অর্থাৎ বিশ্ব ব্যাপীর সংগ্রহ প্রায় ১১০ থেকে ১১২ কোটি মতো। প্রকাশ্যে আসা এক রিপোর্ট অনুসারে, প্রথম দিনে ছবির বিশ্ব ব্যাপী আয় ১৪০ কোটি টাকা।
আদিপুরুষ
শনিবার আদিপুরুষ ছবির হিন্দি সংস্করণের আয় ছিল ৩৫ কোটির আশেপাশে। রবিবার যে তা ১০০ কোটির গণ্ডি পার করবে তা আগেই জানা গিয়েছিল। এদিকে শনিবার তেলেগু ভার্সনের মোট ২৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। সব মিলিয়ে ছবির আয় ছিল ৫৯ কোটি। প্রথম দিনে তা ছিল ৭৬ কোটি। অর্থাৎ দুদিনেই আয় ১৩৫ কোটি।– টি সিরিজের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই।
আদিপুরুষ
বক্স অফিসে অপেনিং ডে-তে সর্বাধিক আয় করা ছবির তালিকা শীর্ষ তিন স্থানে আছে বাহুবলি ২, কেজি এফ ও আরআরআর। বাহুবলি ২-দ্য কনক্লুশন ছবির আয় ছিল ২১৪ কোটি। কেজিএফ চ্যাপ্টার ২ ছবির আয় ছিল ১৬৪.৫ কোটি। এবং আরআরআর ছবির আয় ছিল ২২২ কোটি।
আদিপুরুষ
এদিকে ছবি মুক্তির পর একাধিক বিতর্কে জড়িয়েছে আদিপুরুষ। সীতাকে কেন সাদা শাড়ি পরানো হয়েছে সেই নিয়ে চলছে বিতর্ক। সীতার ভাবমূর্তি নষ্ট করার অভইনযোগে নির্মাতারা বিরুদ্ধে অভিযোগ দায়ে হয়েছে।
আদিপুরুষ
মুম্বইয়ের আন্ধেরি থানায় অভিযোগ দায়েকর করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি পৃথ্বীরাজ মাস্কে। তিনি প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেছেন, রামায়ণের কিছু অংশ বদলে দেওয়া হয়েছে। কাহিনিতে বর্ণিত ছিল, সীতা গেরুয়া রঙের পোশাক করে রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন। কিন্তু, ছবিতে সাদা শাড়ি দেখানো হয়েছে।
আদিপুরুষ
ছবিতে রামচন্দ্রকে যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে। তবে, কাহিনি অনুসারে তিনি শুধু যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন পুরুষোত্তম। অর্থাৎ উত্তম পুরুষ। তার দাবি, ছবিতে রামকে খাটো করা হয়েছে।
আদিপুরুষ
মুক্তি পেয়েছে আদিপুরুষ। ছবিতে প্রভাস, কৃতি, সইফ আলি খানের মতো তারকাদের দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে। হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। ছবিতে উঠে এসেছে শ্রী রামের জীবন কাহিনি। তেলেগু, হিন্দি, তামিল, মালায়াম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।
আদিপুরুষ
ছবি জুড়ে রয়েছে অসাধারণ গ্রাফিক্স। ওম রাউত পরিচালিত এই ছবি ভারতীয় মহাকাব্য রামায়ণের একটি নতুন পুনরাবৃত্তি। টি সিরিজ ও ইউভি ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এই ছবিটি IMAX এবং 3D ফরম্যাটে উপস্থাপিত হয়েছে।
আদিপুরুষ
ছবি মুক্তির আগে চলছে একাধিক বিতর্ক। মুক্তির আগে ‘আদিপুরুষ’ ছবির টিম গিয়েছিলেন তিরুপতির লর্ড ভেঙ্কটেশ্বর মন্দিরে। সেখানে মন্দির চত্বরে কৃতির সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় কৃতিকে চুম্বন করেন ‘আদিপুরুষ’ ছবির পরিচালক ওম রাউত। মন্দির চত্বকে নায়িকাকে চুম্বন করায় সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষের শিকার হতে হয় ‘আদিপুরুষ’ পরিচালককে।