সংক্ষিপ্ত

শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে শাহরুখ খানের 'পাঠান'। দিনপ্রতি পাঠানের রোজগারের দিকে তাকালেই লাভ-লোকসানের হেরফের নজর পড়তে বাধ্য। আসলে প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের আয় অনেকটাই কম হয়েছে পাঠানের।

 

২০২৩ সালটা শাহরুখ খানের জন্য ঠিক কতটা ভাল, তা আর বলার আপেক্ষা রাখে না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান। একের পর এক পালক জুড়ছে শাহরুখের মুকুটে। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিস জুড়ে চলছে পাঠান রাজ। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের 'পাঠান'। শুধু দেশে নয়, বরং গোটা বিশ্বজুড়ে ফাটিয়ে ব্যবসা করছে এই সিনেমা। অনেকেই অনুমান করছেন, শীঘ্রই ১০০০ কোটির ক্লাবে পা রাখবে পাঠান।

৪ বছর পর ধামাকাদার কামব্যাকে আমির-সলমন-হৃত্বিককেও বড়সড় টেক্কা দিলেন শাহরুখ, পাশাপাশি নিজের ছবি হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-কেও বলে বলে গোল দিয়েছেন বলিউডের বাদশা। 'বাদশা ইজ ব্যাক', এটাই এখন সকলের মুখে মুখে। শাহরুখ মানেই টানটান উত্তেজনা। যা হাতে-কলমে প্রমাণ করে দিলেন বলিউডের কিং খান। 'পাঠান' ছবি বক্স অফিসে যেভাবে সুনামির ঢেউ তুলেছে, সেদিক থেকে দেখতে গেলে দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। মুক্তির পর রবিবারেও চুটিয়ে ব্যবসা করেছিল, কিন্তু দ্বিতীয় সোমবার থেকে ব্যবসায় পতন লক্ষ করা গেছে। যেখানে প্রথম সোমবার ২৬.৫ কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান, সেখানে সপ্তাহের শেষে ছবিটি ২৮ কোটি টাকার ব্যবসা করেছে । তবে দিনপ্রতি পাঠানের রোজগারের দিকে তাকালেই লাভ-লোকসানের হেরফের নজর পড়তে বাধ্য। আসলে প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহের আয় অনেকটাই কম হয়েছে পাঠানের।

২০২৩ সালে 'পাঠান' দিয়ে বলিউডে কামব্যাক করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিতর্ক-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বক্সঅফিসে বাজিমাত করছে শাহরুখ খানের ছবি পাঠান। রবিবার হোক কিংবা সোমবার পাঠান ছবির বক্স অফিস কালেকশন ছাপিয়ে গেছে হিন্দি ছবির রেকর্ড। এখনও পর্যন্ত চূড়ান্ত গণণা না করা হলেও বক্স অফিস বিশেষজ্ঞরা অনুমান করেছেন দ্বিতীয় সপ্তাহের সোমবার পাঠান মাত্র ৮ কোটি টাকা উপার্জন করেছে। তেমনই মুক্তির মঙ্গলবার ২৩ কোটি টাকা উপার্জন করেছিল পাঠান,তবে দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার কত কোটির ব্যবসা করেছে পাঠান, তা জানা যায়নি। প্রথম সপ্তাহে থেকে দ্বিতীয় সপ্তাহে ব্যবসায় অনেকটাই ভাটা পড়েছে। তবে এখনও পর্যন্ত আশা ছাড়েননি বক্স অফিস বিশেষজ্ঞরা। সামনেই ভ্যালেন্টাইন, এই বিশেষ দিনে যে ছবি ভাল ব্যবসা করে পারে, তার আশায় বুক বাঁধছেন সকলে।