'পাঠান' জ্বরে কাবু কলকাতা! ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি সারা ভারতে, দেশজুড়ে উৎসবের মেজাজ

শাহরুখের 'পাঠান' জ্বরে কাবু কলকাতা! শাহরুখ-দীপিকার অনস্ক্রিন জুটি 'পাঠান'। চার বছর পর কিং খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। 'পাঠান' ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে।

/ Updated: Jan 25 2023, 02:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শাহরুখের 'পাঠান' জ্বরে কাবু কলকাতা! শাহরুখ-দীপিকার অনস্ক্রিন জুটি 'পাঠান'। চার বছর পর কিং খানের বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'। দীর্ঘ প্রতীক্ষার পর ২৫ জানুয়ারি মুক্তি পেল 'পাঠান'। 'পাঠান' ঘিরে কলকাতায় উন্মাদনা তুঙ্গে। মুক্তির সঙ্গে সঙ্গেই সর্বত্র হাউজফুল 'পাঠান'। ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি সারা ভারতে। ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে সেলিব্রেশন। শহরের বড় বড় উৎসবকেও হার মানাল পাঠান। শাহরুখের ফ্যান ক্লাবের পক্ষ থেকেও বিরাট আয়োজন। শহরে শাহরুখের ছবিতে দুধ-ফুলের মালা দিয়ে 'উৎসব' চলছে। কোথাও ঘোড়ার গাড়িতে কিং খানের ছবি নিয়ে শোভাযাত্রা বেরিয়েছে। শাহরুখ খানকে নিয়ে বঙ্গে উৎসবের মেজাজ। 

Read more Articles on