সংক্ষিপ্ত
শাহিদ কাপুর শৈশবে বাবা পঙ্কজ কাপুরের থেকে দূরে থাকার কষ্টের কথা বললেন। তিনি বলেন, কীভাবে মা-বাবার বিচ্ছেদ তার মনে শূন্যতা তৈরি করেছিল।
শাহিদ কাপুর বর্তমানে তার আসন্ন ছবি 'ব্লাডি ড্যাডি' নিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শৈশবে অনেকেই সমস্যার মধ্যে দিয়ে যেতেন তিনি। এছাড়াও তিনি শৈশবে বাবা পঙ্কজ কাপুরের থেকে দূরে থাকার কথাও বলেছেন এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন।
শাহিদ কাপুরের মনে এই কারণে শূন্যতা ছিল
শাহিদ কাপুর বলেন, 'যখন বাবা আমাদের ছেড়ে চলে যান, তখন আমি মায়ের সাথে থাকতাম। তাঁর চলে যাওয়ায় মনে একটা শূন্যতা তৈরি হয়েছিল। তখন আমার বয়স ৩ বছর এবং দিল্লিতে থাকতাম। সেই সময় বাবা বছরে মাত্র একবার মুম্বাই থেকে আমাকে দেখতে আসতেন। মা-বাবা আপনার দুই পায়ের মতো। তাদের মধ্যে একজন না থাকলে আপনি নিজেকে ভারসাম্য করতে পারবেন না।'
শাহিদ কাপুরের মন্তব্য
শাহিদ এরপর জানান, সেই সময় স্কুলের বাচ্চারা তাকে অতিষ্ট করত। শাহিদ বলেন, 'শৈশবে অনেক সেলিব্রেটি ছিলেন যারা আমাকে আমার মা-বাবার বিচ্ছেদের কথা মনে করিয়ে দিতেন। সেই বাচ্চারা জানত না তারা কী করছে। আমি যখন অন্য বাচ্চাদের তাদের বাবার সাথে দেখতাম, তখন আমার খুব খারাপ লাগত। এমনকি সেই সময় আমার মনে হত আমার জীবন খারাপ হয়ে গেছে। একজন শিশু হিসেবে আমার সবচেয়ে শক্তিশালী স্মৃতি আমার দাদুর সাথে।' উল্লেখ্য, পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিমের বিবাহবিচ্ছেদ হয়েছিল ১৯৮৪ সালে। বিয়ের ৯ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই বিবাহ থেকে তাদের এক পুত্র সন্তান হয়, যার নাম শাহিদ কাপুর। বিবাহবিচ্ছেদের পর নীলিমা একাই শাহিদের লালন-পালন করেন।
সদ্য নিজের ছোটবেলা নিয়ে মুখ খুললেন অভিনেতা। জানালেন কেমন কেটেছিল ছোটবেলা। বাবা মায়ের বিচ্ছেদ তার জীবনে কতটা প্রভাব ফেলেছিল। কী কী সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছেন ছোট বয়সে। তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলেন যা তার জীবনে খারাপ প্রভাব ফেলেছিল।