Sherlyn Chopra: শিশু দিবস উপলক্ষ্যে দরিদ্র শিশুদের বার্গার দিলেন শার্লিন, দেখুন ভিডিও

দরিদ্র শিশুদের কাছে পৌঁছে গেলেন শার্লিন চোপড়া। শার্লিনের ব্যাগে ভরা ছিল রাশি রাশি বার্গার! দরিদ্র শিশুদের সঙ্গে রাস্তায় উপস্থিত থাকা অন্যান্য দরিদ্র মানুষদের হাতেও সেই বার্গার তুলে দিলেন শার্লিন চোপড়া।

Share this Video

শুভ দীপাবলি আর শুভ শিশু দিবস, দুই উপলক্ষ্যেই দরিদ্র শিশুদের কাছে পৌঁছে গেলেন শার্লিন চোপড়া। মুম্বইয়ের রাস্তায় এসে থামল তাঁর সাদা গাড়ি। সেই গাড়ির ভেতর থেকে সান্তা ক্লজের মতো বের করলেন একটি ঝুলি। কী আছে সেই ঝুলিতে? শার্লিনের সেই ব্যাগে ভরা ছিল রাশি রাশি বার্গার! দরিদ্র শিশুদের সঙ্গে রাস্তায় উপস্থিত থাকা অন্যান্য দরিদ্র মানুষদের হাতেও সেই বার্গার তুলে দিলেন শার্লিন চোপড়া। প্রত্যেককে জানালেন শুভ দীপাবলির শুভেচ্ছাও।

Related Video