যেখানে দেখা যাচ্ছে গায়ক কনসার্টে গান গাইছে আর সেখানে সেলফি তোলার জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা। দেখা যায় উদিত নারায়ন তার অনুরাগীদের সঙ্গে কথাও বলছেন সঙ্গে চলছে সেলফি তোলা। এক জায়গায় দেখা যায়, তিনি এক মহিলার ঠোঁটে রাখলেন ঠোঁট ।
উদিত নারায়ণ আর চুমু কাণ্ড নিয়ে ফের বিতর্ক শুরু। দিন কয়েক আগেই একটি ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল এক মহিলা ভক্তের ঠোঁটে তার ঠোঁট দিয়েছিলেন ( যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা) । আবারই সেই বিতর্কের পুনরাবৃত্তি দেখা গেল। আবাও ভাইরাল সেই ভিডিও। ঝড়ের গতিতে নেট মাধ্যমে দৌড়চ্ছে সেই ভিডিও । এবারও ভাইরাল ভিডিও নিয়ে নানা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেটপাড়ার মানুষেরা।
কী ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ( ভিডিওর সত্যতা যাচাই করেন নি এশিয়ানেট নিউজ বাংলা) যেখানে দেখা যাচ্ছে গায়ক কনসার্টে গান গাইছে আর সেখানে সেলফি তোলার জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা। দেখা যায় উদিত নারায়ন তার অনুরাগীদের সঙ্গে কথাও বলছেন সঙ্গে চলছে সেলফি তোলা। এক জায়গায় দেখা যায়, তিনি এক মহিলার ঠোঁটে রাখলেন ঠোঁট অথচ সেই মহিলা মোটেও অপ্রস্তুত হলেন না। বরং তাঁর ঠোঁটের কোনায় ছিল মুচকি হাসি। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ দেখে ফেলেছেন। অনেকেই এই ভিডিওতে গায়কের এমন কীর্তিকে মোটেও ভালোভালে নেন নি। ফলে ফের কটাক্ষের শিকার উদিত নারায়ন।সোস্যাল মিডিয়ার দেওয়া জুড়ে কেউ লিখছেন , চুমুর সঙ্গে সেলফি তোলা যেন এখন ফ্যাশান হয়ে দাঁড়িয়েছে। কেউ তো বললেন, উনি চুমু খেতে খেতে পাগল না হয়ে যান। কেই আবার লিখলেন, উনি মেয়েদেরই বেশি পাত্তা দেন।
ভিডিও বিতর্ক এই প্রথম নয় উদিত নারায়নের কাছে। কিছুদিন আগেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি টিপ টিপ বর্ষা পানি গানটি গাইতে থাকলেন কনসার্টে । গান গাওয়ার ফাঁকেই মহিলাদের সঙ্গে সেলফি চুমু সবই চলছিল। সেখানেও এক মহিলাকে লিপ কিসও দেন। আর তাতেই শুরু হয় বিতর্ক। বিতর্ক বড় আকার নিতেই উদিুত নারায়নের সাফ জবাব, ভক্তরা এত পাগল হয় যে কি বলি , কেউ কেউ এমনটা করতে আমাদের উৎসাহ যোগান। ভক্তরা ভাবেন একবার যখন দেখা হয়েছে তো তখন হ্যান্ডশেক বা চুমু খাওয়ার মতো ঘটনা ঘটে যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
