- Home
- Entertainment
- Bollywood
- Swara Bhasker: ইলিয়ানার পর স্বরা, ফের বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বলি নায়িকা, দেখে নিন তালিকায় আর কে আছেন
Swara Bhasker: ইলিয়ানার পর স্বরা, ফের বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বলি নায়িকা, দেখে নিন তালিকায় আর কে আছেন
- FB
- TW
- Linkdin
স্বরা ভাস্বর
দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন নিজেই। কদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিন স্বরা ভাস্বর সন্তানসম্ভবা। সেই খবরে শিলমোহর দিলেন নিজেই। জানিয়েছেন অক্টোবর মাসেই মা হচ্ছেন স্বরা। আসছে স্বরা-ফাহাদের সন্তান।
স্বামীর সঙ্গে স্বরা ভাস্বর
একটি ছবি শেয়ার করেছেন স্বরা। সেখানে গোলাপী গাউনে স্বরাকে ও খয়েরি শার্টে ফাহাদরে দেখা যাচ্ছে। দুজনে নদীর ধারে বসে। সেখানে স্বরা আলিঙ্গনবদ্ধ। সেই ছবি পোস্ট করে সুখবর দিনে স্বরা। জানালেন মা হচ্ছেন তিনি। ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুমান বলছে, বিয়ের আগেই গর্ভবতী ছিলেন তিনি।
স্বামীর সঙ্গে স্বরা ভাস্বর
নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন এতটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবরে বেবি। - এভাবে নিজের সন্তান আগমনের কথা ঘোষণা করেন স্বরা ভাস্বর।
স্বামীর সঙ্গে স্বরা ভাস্বর
১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তারা। নিজের দিদির বাড়িতে আয়োজন করেছিলেন পার্টির। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে, এই সব উপেক্ষা করে স্বপ্নের মানুষের সঙ্গে ঘর বাঁধা ছিল তাঁর কাছে বেশি গুরুত্ব পায়।
স্বরা ভাস্বর
বিয়ে পর সন্তানের কথা প্রকাশ্যে আনতে ফের শুনতে হল কটাক্ষ। বিয়ের চার মাসের মধ্যে মা হওয়ার কথা জানালেন স্বরা। এতে সকলের কাছে স্পষ্ট যে তিনি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েন। অনেকেই বলছেন, গর্ভবতী হয়েছেন বলে বিয়ে করেছেন স্বরা। তবে তিনি প্রথম নন। একাধিক তারকার আছেন যার বিয়ে না করেই গর্ভবতী হয়েছেন।
ইলিয়ানা ডিক্রুজ
এই তালিকায় আছেন ইলিয়ানা ডিক্রুজ। কদিন আগে তিনি নিজেই জানিয়েছেন তার সন্তানের কথা। নিজের গর্ভবতী অবস্থার ছবি শেয়ার করেছেন। তবে, এখনও পর্যন্ত তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসেনি। কেউ বলেন তাঁর বিদেশী প্রেমিক আছে তো কেউ বলেন ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক আছে।
রণবীর-আলিয়া
আলিয়া ভাট রয়েছেন এই তালিকায়। বিয়ের তিন মাসের মধ্যে নিজের সন্তানসম্ভবা অবস্থার কথা জানান আলিয়া। তা থেকে স্পষ্ট হয় যে তিনি বিয়ের আগেই গর্ভবতী ছিলেন। হয়তো গর্ভবতী হওয়ার কারণে তড়িঘড়ি বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বর্তমানে তাঁদের কন্যা সন্তান রয়েছে।
নেহা ধূপিয়া-অঙ্গদ বেদী
তালিকায় আছেন নেহা ধূপিয়া। তিনিও বিয়ে করার আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। গর্ভবতী হওয়ার পর অঙ্গদ বেদীকে বিয়ে করেন। তিন মাস গর্ভবস্থ অবস্থায় বিয়ে পিঁড়িতে বসেছিলেন নেহা।
কাল্কি-অনুরাগ
তালিকায় আছেন কাল্কি কোইচলিন। ২০১৩ সালে নভেম্বর মাসে অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন। বর্তমানে তাঁদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে। তবে, বিয়ের আগে সন্তান ছিল কাল্কির। তাঁর বয়ফ্রেন্ডে গাই হার্শবার্গের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি মা হন। তাঁর একটি ছেলে আছে। পরে ছেলে নিয়ে অনুরাগকে বিয়ে করেন কাল্কি।
কঙ্কনা সেন শর্মা
তালিকায় আছেন কঙ্কনা সেন শর্মা। তিনি রণবীর শোরে-কে বিয়ে করেছিলেন ২০১০ সালে। তবে, বিয়ের আগে গর্ভবতী ছিলেন তিনি। বিয়ের কয়েক মাস পর তাঁদের ছেলে জন্মায়। বর্তমানে রণবীর শোরে-র সঙ্গে বিচ্ছেন হয়ে গিয়েছে নায়িকার।