বলিউডের বেশ কিছু অভিনেত্রীর উপর কালো জাদু প্রয়োগের অভিযোগ উঠেছে। কঙ্গনা রানাউত থেকে শুরু করে রিয়া চক্রবর্তী, কেরিয়ার ও সম্পর্ক ঠিক রাখতে কালো জাদুর আশ্রয় নেওয়ার গুঞ্জন রয়েছে।
বলিউড নিয়ে মানুষের উৎসাহ বেশি নেই। এমন বেশ কিছু তারকা রয়েছে যাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার কৌতুহল রয়েছে কম-বেশি সকলেরই। কিন্তু বলিউডের অন্দরে এমন কিছু চাঞ্চল্যকর খবর রয়েছে যা জানলে সত্যিই চমকে যেতে হয়। যেমন জানেন কি? নিজের কেরিয়ার ও সম্পর্ক ঠিক রাখতে বেশ কিছু অভিনেত্রীর উপরে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করার অভিযোগ রয়েছে।
কঙ্গনা রানাউত প্রায়ই নানা বিতর্কে জড়িয়ে পড়েন। তাঁর প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন একবার অভিযোগ করেছিলেন যে, কঙ্গনা তাঁর উপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। তিনি আরও বলেন, তাঁদের সম্পর্কের সময় কঙ্গনা তন্ত্র-মন্ত্রের চর্চায় যুক্ত ছিলেন। পরে কঙ্গনা এই অভিযোগের জবাবে রসিকতার সুরে বলেন, ডাইনি বিদ্যা বহু পুরনো এক প্রথা। এইভাবে তিনি পরোক্ষভাবে সেই বিদ্যার প্রতি সমর্থনও জানান।
কিয়ারা আডবাণীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি সিদ্ধার্থ মলহোত্রের উপর কালো জাদু করেছেন। এই দাবি করেছিলেন সিদ্ধার্থের দুই ভক্ত। তাঁদের মতে, কিয়ারা এমন কিছু করেছেন যার ফলে সিদ্ধার্থ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারছেন না। তবে এই ধরনের গুজবকে গুরুত্ব দেননি কিয়ারা বা সিদ্ধার্থ—দুজনেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়। তদন্ত শেষ হওয়ার আগেই অনেকেই তাঁকে দোষী বলে রায় দিয়ে দেন। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তো ছিলই, পাশাপাশি অভিযোগ ওঠে যে তিনি সুশান্তের উপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। পরে এই প্রসঙ্গে রিয়া বলেন, তিনি মাঝেমধ্যে মজা করে বলেন যে তাঁর মধ্যে অলৌকিক শক্তি রয়েছে। তিনি বলেন, কোনও ঘরে ঢুকলেই মানুষ দু’ভাগে ভাগ হয়ে যায়—একদল তাঁকে ডাইনি বলে, আরেকদল তাঁকে সাহসী ও শক্তিশালী নারী হিসেবে দেখে। তিনি আরও বলেন, কে কী ভাবছে, তা তিনি সহজেই বুঝে ফেলতে পারেন।
২০২২ সালে পায়েল রোহতগি নিজেই জানিয়েছিলেন যে তিনি কর্মজীবনে উন্নতির আশায় বশীকরণ পুজো করেছিলেন। যদিও তিনি বিভিন্ন ধরনের তন্ত্র সাধনায় যুক্ত ছিলেন, তবুও নিজের প্রত্যাশামতো ফল তিনি পাননি।
দিব্যাঙ্কা ত্রিপাঠী শরদ মলহোত্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিব্যাঙ্কা। সম্পর্কটি আবার জোড়া লাগানোর জন্য তিনি নানা চেষ্টা করেছিলেন। এমনকি কালো জাদুর সাহায্য নেওয়ার কথাও শোনা যায়। তবে বহু চেষ্টা সত্ত্বেও সেই সম্পর্ক আর আগের জায়গায় ফিরে আসেনি।


