- Home
- Entertainment
- Bollywood
- গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উরফি, দুবাইতে গিয়ে হঠাৎ কী হল অভিনেত্রীর
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি উরফি, দুবাইতে গিয়ে হঠাৎ কী হল অভিনেত্রীর
- FB
- TW
- Linkdin
উরফি জাভেদ মানেই টানটান উত্তেজনা। বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিগ বস সিজন ১৫-র প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। সর্বদাই শরীরী উষ্ণতায় পারদ চড়িয়ে শিরোনামে থাকেন উরফি। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি।
তবে এবার আর ছোট পোশাকে নয় বরং মরু শহর দুবাইয়ের সমুদ্র সৈকত থেকে বিকিনি না পরে সালোয়ার কামিজে ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ। তবে দুবাইয়ে গিয়ে হাল খারাপ হল উরফির।
সম্প্রতি বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে দুবাই উড়ে গিয়েছিলেন উরফি জাভেদ। মরু শহর দুবাইতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন উরফি। মরু শহরের জল ও হাওয়া সহ্য হল না নায়িকার। পরিস্থিতি খারাপ হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল উরফিকে।
এক সপ্তাহের ছুটিতে দুবাই উড়ে গিয়েছিলেন উরফি, তবে যাওয়ার কয়েকদিনের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন উরফি জাভেদ। আপাতত ছুটির বাকি দিনগুলি হোটেলেই কাটছে নায়িকার। এবার শারীরিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন উরফি।
উরফি জাভেদ লেখেন, অর্ধেক ট্রিপ তো অসুস্থ হয়েই কেটে গেলে। শারীরিক পরিস্থিতি একটু বেশি বিগড়োতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নেটদুনিয়ার হট সেনসেশন আরও বলেন, তিনি ল্যারিনজাইটিস রোগে আক্রান্ত।
ল্যারিনজাইটিস রোগ কী, এটি হল রোগীর গলা অর্থাৎ ভোকাল কর্ডে সংক্রমণ। যার জেরে রোগীর ভোকাল কর্ডগুলো মারাত্মক ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয়। এমনকী বেশি বাড়াবাড়ি হলে সাময়িকভাবে কন্ঠস্বরও হারাতে পারেন রোগী।
উরফির এই দুবাই ট্রিপ নিয়ে শুরু থেকেই জটিলতার সৃষ্টি হয়েছিল। তিনি ভেবেছিলেন হয়তো দুবাইতে ঢুকতেই পারবেন না। কারণ সম্প্রতি আরব আমিরশাহীতে বড় নিয়ম পাল্টেছে। যাদের নামের পাশে পদবী নেই তাদের দেশে ঢুকতে দেবে না সরকার।
উরফির পাসপোর্টেও তার নাম শুধু উরফি ছিল জাভেদ যোগ করা ছিল না। এই জন্যই প্রথম থেকেই চিন্তায় ছিলেন। তবে সেই ঝাামেলায় না পড়লেও শরীর সাধ দিল না উরফির। অসুস্থ হয়ে পুরো ট্রিপের অর্ধেক সময় হোটেলেই কাটছে ফ্যাশনিস্তার।
একের পর এক পোশাক বিতর্ক নাম জড়িয়েছে উরফির। শরীরী বিহঙ্গে সর্বদাই শিরোনামে রয়েছেন উরফি জাভেদ।আট থেকে অষ্টাদশী। সকলের হৃদয়ে ঝড় তুলতে সিদ্ধহস্ত উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছেন বিগ বস সিজন ১৫-র প্রথম বাতিল হয়ে যাওয়া প্রতিযোগী উরফি জাভেদ। সর্বদাই শরীরী উষ্ণতায় পারদ চড়িয়ে শিরোনামে থাকেন উরফি। হট অ্যান্ড বোল্ড অবতারে সবসময়েই যেন চর্চায় রয়েছেন উরফি।
যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পোশাক বিতর্কে নাম জড়িয়েছে উরফি জাভেদের। বারংবার লাইমলাইটে থাকতেই বিতর্কিত পোশাকে শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি, তেমনটাই মত নেটিজেনদের।