- Home
- Entertainment
- Bollywood
- লাল চুল,ঠোঁটে গাঢ় লিপস্টিক, স্তনযুগল আগলে বোল্ড লুকে পোজ দিতেই 'পেত্নি' তকমা জুটল উরফির
লাল চুল,ঠোঁটে গাঢ় লিপস্টিক, স্তনযুগল আগলে বোল্ড লুকে পোজ দিতেই 'পেত্নি' তকমা জুটল উরফির
- FB
- TW
- Linkdin
অদ্ভুত ফ্যাশন সেন্সের জন্য একাধিকবার চরম কটাক্ষের মুখে পড়েছেন উরফি জাভেদ। তবে এবার যা করলেন উরফি, তা দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বোল্ড ফোটোশ্যুটের ছবি ও ভিডিও শেয়ার করেছেন উরফি জাভেদ, যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তবে উরফির এই উদ্ভট সাজ দেখে ধেয়ে এসেছে কটাক্ষ।
লাল চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, সাহসী পোশাকে নতুন ফোটোশ্যুটের ছবি শেয়ার করতেই নিমেষে তা ভাইরাল হয়েছে। ফ্যাশনিস্তাকে দেখে ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
বোল্ড ফোটোশ্যুটে একাধিক সাহসী পোশাকে ধরা দিয়েছেন উরফি। তার এই সাজ দেখে রীতিমতো হতবাক হয়েছেন ভক্তরা।
সম্প্রতি এক ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে এই নয়া ফোটোশ্যুট সেরেছেন উরফি জাভেদ। তবে এই ফোটোশ্যুটের জন্য অনেকেই যেমন প্রশংসা করেছেন তেমনই কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা।
উরফির এই পোশাক এবং সাজগোজ দেখে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া। গাঢ় লিপস্টিক, লাল চুলে পেত্নি তকমা জুটল উরফির। তবে উরফি কোনও মন্তব্য করেননি।
পোশাকের কারণে শিরোনামে থাকেন উরফি জাভেদ। এমনকী এই পোশাকের জন্যই বারবার চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ফ্যাশনিস্তা। পোশাক বিতর্ক আর উরফির নাম থাকবে না তা আবার হয় নাকি।
নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন উরফি জাভেদ। বিশেষ করে শিরোনামে থাকতে নগ্ন হওয়াটা যেন জলভাত উরফির কাছে। বারেবারে নগ্ন হয়ে হাতে-কলমে তা প্রমাণ করে দিচ্ছেন ফ্যাশনের রানি উরফি জাভেদ।
উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এখন বলি নায়িকাদেরর মতোই তার পরিচিতি। তাকে নিয়ে চর্চা হবে না এমন দিন মনে হয় হাতে গোনা। সর্বদাই তার কীর্তি নিয়ে চর্চা চলছে নেটদুনিয়ায়।