- Home
- Entertainment
- Bollywood
- Kota Srinivasa Rao Demise News: বিনোদন জগতে ফের নক্ষত্র পতন, না ফেরার দেশে বর্ষীয়াণ অভিনেতা শ্রীনিবাস রাও
Kota Srinivasa Rao Demise News: বিনোদন জগতে ফের নক্ষত্র পতন, না ফেরার দেশে বর্ষীয়াণ অভিনেতা শ্রীনিবাস রাও
Kota Srinivasa Rao: প্রয়াত প্রবীণ তেলেগু অভিনেতা তথা বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

প্রয়াত প্রবীণ তেলুগু অভিনেতা
৮৩ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ তেলুগু অভিনেতা এবং প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে 'আহা না পেল্লান্তা!', 'প্রতিঘটনা', 'খাইদি নাম্বার ৭৮৬', 'শিবা', এবং 'যমলীলা'।
কী কারণে মৃত্যু?
প্রবীণ তেলেগু চলচ্চিত্র অভিনেতা এবং প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও ৮৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রবিবার ভোরবেলা হায়দ্রাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ৮৩তম জন্মদিনের মাত্র দু'দিন পরেই এই বর্ষীয়ান অভিনেতার জীবনাবসান হলো।
শ্রীনিবাস রাওয়ের অভিনয় কেরিয়ার
অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কাঙ্কিপাডুতে জন্ম নেওয়া শ্রীনিবাস রাও ১৯৭৮ সালে 'প্রাণম খারিদু' ছবির মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। চার দশকেরও বেশি সময় ধরে চলা বর্ণময় কর্মজীবনে তিনি তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি সহ বিভিন্ন ভাষায় ৭৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর বহুমুখী অভিনয়, বিশেষ করে খলনায়ক এবং চরিত্রাভিনেতা হিসেবে তাঁর পারফরম্যান্স তাঁকে বিপুল খ্যাতি এনে দিয়েছে।
উল্লেখযোগ্য কাজ ও সম্মাননা
তাঁর স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে 'আহা না পেল্লান্তা!', 'প্রতিঘটনা', 'কাইদি নাম্বার ৭৮৬', 'শিবা' এবং 'যমালীল্লা'। ভারতীয় সিনেমায় তাঁর অপরিসীম অবদানের জন্য ২০১৫ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি নয়টি নন্দী পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
বিধায়ক হিসেবে রাজনৈতিক কেরিয়ার
অভিনয় জীবনের পাশাপাশি, তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজয়ওয়াড়া পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই কিংবদন্তী অভিনেতার প্রয়াণে তেলেগু চলচ্চিত্র শিল্পে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী এবং ভক্তদের কাছ থেকে অবিরাম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপিত হচ্ছে।

