- Home
- Entertainment
- Bollywood
- Yearender 2022: লতা মঙ্গেশকর থেকে কেকে, অশ্রুজলে বিদায় নক্ষত্রদের, কিংবদন্তীদের মৃত্যু ইন্ডাস্ট্রির বড় ক্ষতি
Yearender 2022: লতা মঙ্গেশকর থেকে কেকে, অশ্রুজলে বিদায় নক্ষত্রদের, কিংবদন্তীদের মৃত্যু ইন্ডাস্ট্রির বড় ক্ষতি
শেষ হতে চলেছে ২০২২। তারপরেই শুরু নতুন বছর। ২০২২ সালটা মোটেই সুখকর নয় বলিউডের জন্য। প্রিয় তারকারা সকলেই ছেড়ে চলে গেছেন। যা ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি। ২০২২ -এর শেষলগ্নে সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা, যাদের মৃত্যু নাড়িয়ে দিয়েছে বি-টাউনকে ।
- FB
- TW
- Linkdin
লতা মঙ্গেশকর
চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেছে কোকিল কন্ঠ। ২৭ দিনের লড়াই শেষ করে প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশে জুড়ে শোকের ছায়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেছেন লতা মঙ্গেশকর। কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় আর সারা না দিয়ে ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন লতা মঙ্গেশকর। কোকিলকন্ঠি লতা মঙ্গেশকরপ্রায় চার সপ্তাহ ধরে মুম্বইয়ের ব্রিচ-ক্যান্ডি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। কিংবদন্তীর মৃত্যু হয় না তবু তাঁর চলে যাওয়া যেন গোটা দেশকে নাড়িয়ে দিয়ে গেছে।
বাপ্পি লাহিড়ি
২০২২-র শুরু থেকেই একের পর এক দু-সংবাদ বিদ্ধ করে রেখেছে বি-টাউনকে। বলিউডে যেন মড়ক লেগেছে। একের পর এক স্বনামধন্য শিল্পীর মৃত্যতে শোকে কাতর বিনোদন জগত। গত ১৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। একের পর এক ধাক্কা,তবে এ ধাক্কা যেন নেওয়ার নয়, এ যেন মৃত্যুমিছিল। বলিউডের দুঃসময় যেন আর কাটছে না। সঙ্গীত পরিচালক তথা গায়ক বাপ্পি লাহিড়ির প্রয়াণে ভেঙে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি।
শিবকুমার সুব্রহ্মণ্যম
একের পর এক নক্ষত্রপতন। ২০২২ সালটা যে মোটেই ভাল যাচ্ছে না, তা আর বলার অপেক্ষা রাখে না। একের পর এক মৃত্যুসংবাদ। বলিউড ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা। ১১ এপ্রিল অকালে চলে গেছেন বলি অভিনেতা তথা চিত্রনাট্যকার শিবকুমার সুব্রহ্মণ্যম। অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলি ইন্ডাস্ট্রি। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন শিব কুমার সুব্রহ্মণ্যম।
সিধু মুসেওয়ালা
চলতি বছরের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্যেই খুন করা হয় সিধু মুসেওয়ালাকে। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার কাছে বুলেট প্রুফ গাড়ি থাকলেও এদিন মাহিন্দ্রার থর জিপ নিয়ে বেরিয়েছিলেন গায়ক। এলোপাথাড়ি গুলিতেই মৃত্যু হয় সিধুর। গাড়িতেই মৃত্যু হয় পঞ্জাবি গায়কের। সঙ্গীত শিল্পী তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে খুনের দায়ও স্বীকার করে নিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল।
কেকে
কলকাতায় গানের কনসার্টে এসে না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্য গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে। বলিউডের বিখ্যাত গায়ক কেকে-এর অকাল প্রয়াণে হতবাক গোটা বিশ্ব। শেষ হয়ে গেল সুরেলা কন্ঠ। সঙ্গীতশিল্পী কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। না ফেরার দেশে চিরকালের মতো চলে গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে। গায়ক কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। তবে তিনি চলে গেছেন ঠিকই কিন্তু তার হৃদয় ছোঁয়া গানের মধ্য দিয়েই তিনি থেকে যাবেন সারা বিশ্বের অনুরাগীদের হৃদয়ে।
রাজু শ্রীবাস্তব
অবশেষে থামল দীর্ঘদিনের জীবনযুদ্ধ। দিল্লীর এইমস হাসপাতালে ২১ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুক অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৫৮ বছর। রাজুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিনোদন জগতে। আর কোনওদিনও সেই হাসিমুখটা ফিরে আসবে না। মুহূর্তে সকলের মন খারাপ ভাল করে দেওয়া অভিনেতা পাড়ি দিয়েছেন পরলোক। গোটা ইন্ডাস্ট্রি তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রাজু শ্রীবাস্তব। তবে সকলেই মিরাকেলের অপেক্ষায় ছিলেন। রাজুর আরোগ্য কামনা করেছে গোটা দেশ। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন খারাপ ছিল সকল ভক্তদের। জিমে গিয়েই ঘটে গিয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি।
বিক্রম গোখলে
চলে গেলেন বলিউডের দাপুটে অভিনেতা বিক্রম গোখলে। পুনের বেসরকারি হাসপাতালে ২৬ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলি অভিনেতা। শারীরিক জটিলতার জন্য বেশ অনেকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন হাম দিল দে চুকে সানাম খ্যাত অভিনেতা বিক্রম গোখলে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর। অভিনেতা বিক্রম গোখলের প্রয়াণে বড় ক্ষতি বলিউডের।