সংক্ষিপ্ত

সম্প্রতী নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কমেছে। যা নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবর এই ওটিটি প্ল্যাটফর্মের তিন মাসের আয়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

টেসলার সিইও এলন মাস্কের মতই নেটফ্লিক্সের সমালোচনায় সরব হলেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। টুইটারকে তীব্র আক্রমণ করেছিলেন এলন মাস্ক। যার কারণে টুইটারের শেয়ার প্রায় ২৫ শতাংশ নিচে নেমে গেছে। এবার মাস্কের টার্গেট নেটফ্লিক্স।  তিনি বলেছেন নেটফ্লিক্স-এর সাম্ভাব্য বিপত্তির জন্য বেশ কিছু তত্ত্ব সামনে আসছে। তার মধ্যে একটি হল WOKE শব্দটি। নেটফ্লিক্সের WOKE বিষয়বস্তুকে মন্দার জন্য দায়ি করেছে। এই বিশ্বাসের গ্রাহকদের মধ্যে একজন হলেন এলন মাস্ক। তিনি টুইট করে বলেছেন WOKE একটি মনের ভাইরাস। আর সেটি নেটফ্লিক্সকে অদৃশ্য করে তুলেছে। 

সম্প্রতী নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা কমেছে। যা নিয়ে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবর এই ওটিটি প্ল্যাটফর্মের তিন মাসের আয়ের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা জানুয়ারির মাসের তুলনায় প্রায় ২ লক্ষ কম। ৬ বছর আগে চিনের বাইরে বিশ্বের বেশিরভাগ দেশেরই এই ওটিটি প্ল্যাটফর্ম স্ট্রিমিং পরিষেবা শুরু করেছিল। তারপর থেকে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ছিল উর্ধ্বগামী। এই প্রথমই তার গ্রাফ নিচের দিকে নামল। ইউক্রেনে রাশিয়ার হামলা চালিয়েছে। রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে রাশিয়ায় বন্ধ করে দিয়েছে স্ট্রিমিং। নেটফ্লিক্সের এই সিদ্ধান্তের কারণে সবমিলিয়ে প্রায় ৭ লক্ষ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স।  

নেটফ্লিক্সের এই পতনকেই টার্গেট করেছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি তাঁর নির্দেশিত কাশ্মীর ফাইলস দেশে বিদেশে প্রচুর সমালোচিত হয়েছে। তিনি এলন মাস্কেই ট্যাগ করে নেটফ্লিক্সের উক বিষয়বস্তুর নিন্দা করেছেন। তিনি বলেছেন ওটিটি প্ল্যাটফর্মের উক এক্সিকিউটিভরা যেভাবে উক কন্টেন্টের দাবি করে তাতে তিনি অবাক হয়েছেন। তিনি বলেছেন তাদের এইজাতীয় মানসিকতার কারণে আগামী দিনে তারা আরও বেশি গ্রাহক হারাবে। তিনি যে আগেই নেটফ্লিক্স ত্যাগ করেছেন সেই খবরও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন তিনি আশা করেন এলন মাস্ক এই বিষয়ে একটি অফার করবেন। 


তবে ভারতে নেটফ্লিক্সের গ্রাহত সংখ্যা বাড়ছে। ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে মোবাইল অনলি প্ল্যান ১৯ টাকা করেছে। আর এন্ট্রি লেভেল প্ল্যান ১৯৯ টাকা করেছেন। 

তবে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন শুধুমাত্র নেটফ্লিক্স নয়। সাধারণভাবে সমস্ত সিনেমা, ভিডিওগেন ও বিষয়বস্তু উক আবর্জনার দ্বারা আক্রান্ত। এলন মাস্কের মন্তব্য একদম ঠিক বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন সংস্থাগুলি এবার সাই-ফাই বা ফ্যান্টাসি তৈরির দিকে মনোযোগ দিতে পারে। - এমনটাই লিখেছেন মাস্ক। 

সুডৌল স্তন পেতে ব্রা পরা কতটা জরুরি? ভুল ভাঙিয়ে চিকিৎসক জানতে চাইলেন 'আপনি কোন দলে'

ভগবান গণেশের মূর্তি ভুলেও ঘরের মধ্য়ে এমনভাবে রাখবেন না, সিদ্ধাদাতার ছবি নিয়েও সতর্ক হন

জাহাঙ্গীরপুরীতে ৯টি বুলডোজার আটকে দিলেন CPM নেত্রী বৃন্দা কারাত, রুখে দিলেন অবৈধ নির্মাণ ভাঙা