বাংলার নববর্ষে মুক্তি পেতে চলেছে গুলাব সিতাব পুরো দমে চলছে ছবির কাজ অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে প্রকাশ্যে এল ছবি মুক্তির নতুন দিন

পর্দায় আয়ুষ্মান খুরানা মানেই সেই ছবি ব্লকবাস্টার। এমনটাই বর্তমানে ট্রেন্ড সেট করে রেখেছেন অভিনেতা। একের পর এক ছবিতে নিজের সেরাটা নিংড়ে দিতে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। সে আর্টিকেল ১৫ হোক কিংবা ড্রিমগার্ল। চলতি বছরেই আরও এক বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন অভিনেতা। ছবির নাম গুলাব সিতাব। 

আরও পড়ুনঃ দাবাং স্টার নয়, ভাইজান প্রকাশ্যে আনলেন দাবাং ক্রিকেটারের নাম

গুলাব সিতাব ছবির সবথেকে বড় চমক হল এই ছবিতে মুখ্যভূমিকাতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। তাঁর উপস্থিতিতেই যে বাজিমাত হতে চলেছে এই ছবির তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল অমিতাভ বচ্চনের লুক। বয়স হয়েছে, মুখে চোখে বার্ধক্যের ছাপ। এমনটাই লুক ছবিতে দেওয়া হচ্ছে অমিতাভ বচ্চনকে। 

Scroll to load tweet…

আরও পড়ুনঃ সন্তান চায় রণবীর, কী প্রতিক্রিয়া দীপিকার

বর্তমানে পুরোদমে চলছে ছবির শ্যুটিং। সেই দিকেই এবার নজর দিয়েছে অমিতাভ বচ্চন। হাতে এখন তাঁর আরও এক ছবির কাজ, চেহরে। সেই ছবিতে ইমরান হাসমির সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। সেই ছবির পাশাপাশি চলছে গুলাব সিতাব ছবির কাজ। সুজিত সরকার পরিচালিত এই ছবি এবার মুক্তি পেতে চলেছে ১৭ এপ্রিল।