সংক্ষিপ্ত
- মাদক চক্রে গ্রেফতার কমেডিয়ান ভারতীর স্বামী হর্ষ
- মাদক চক্রে একের পর এক সেলিব্রিটির নাম জড়াচ্ছে
- শনিবার এই সেলেব দম্পতীকে ডেকে পাঠানো হয়েছিল জিজ্ঞসাবাদের জন্য
- জিজ্ঞসাবাদের পর এবার গ্রেফতার করা হল তাঁদের
মাদক চক্রে একের পর এক সেলিব্রিটির নাম জড়াচ্ছে। এবার সেই মাদক চক্রেই গ্রেফতার হলেন কমেডিয়ান ভারতীর স্বামী হর্ষ। শনিবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী ভারতী -কে শনিবারেই গ্রেফতার করা হয়েছিল। এবার তাকেও গ্রেফতার করা হল মাদক সেবনের অভিযোগে।
শনিবার হার্ষ ও ভারতীর মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)। সেই সঙ্গেই চলে তাঁদের জিজ্ঞাসাবাদও। বাড়িতে তল্লাশি চালানোর সময় তাদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় বলেও জানা গিয়েছে। ৮৬.৫ গ্রাম গাঁজা সেখান থেকে উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে।
এর পরে ভারতীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাদক সেবনের অভিযোগ মেনেও নেন। এর পরেই গ্রেফতার করা হয় তাকে। তাঁর গ্রেফতারের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার গ্রেফতার হলেন তাঁর স্বামী।