সংক্ষিপ্ত
এশিয়ানেট নিউজ বাংলা যোগাযোগ করেছিল রাজ চক্রবর্তীর সঙ্গে। তাঁর জবাব, ‘‘হ্যাঁ, এ বছরেও আমিই চেয়ারপার্সন। গত কয়েক বছরের মতো উৎসবের দায়িত্ব আমার কাঁধেই।’’
শহরে ফের উৎসবের আমেজ। হাতে আর দু’মাস। তার পরেই কলকাতা ব্যস্ত সিনেমাপুজোয়! প্রতি বছরের মতো এ বছরেও কলকাতায় সাত দিন শুধুই সিনেমা। গত দু’বছর করোনা কেবল বদলে দিয়েছিল উদযাপনের নির্দিষ্ট সময়সূচী। ডিসেম্বরের বদলে ছবির উৎসবের আয়োজন হয়েছিল জানুয়ারি, এপ্রিলে। ২০২২ প্রায় করোনা-মুক্ত। তাই আবারও শীত জম-জমাট দেশ-বিদেশের নানা স্বাদের ছবিতে। Kiff বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়েবসাইট অনুযায়ী ১৫ ডিসেম্বর শুরু সিনেমার উদযাপন। শেষ ২২ ডিসেম্বর। সঙ্গে লাখ টাকার প্রশ্ন, এ বছরেও কি উদযাপনের দায়িত্বে রাজ চক্রবর্তী?
জানতে এশিয়ানেট নিউজ বাংলা যোগাযোগ করেছিল বিধায়ক-প্রযোজক-পরিচালকের সঙ্গে। তাঁর জবাব, ‘‘হ্যাঁ, এ বছরেও আমিই চেয়ারপার্সন। গত কয়েক বছরের মতো উৎসবের দায়িত্ব আমার কাঁধেই।’’ যদিও গত বছরেই উৎসবের দায়িত্ব তিনি অন্যের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘দিদি’ তাঁর অনুরোধে কর্ণপাত করেননি। আয়োজক কমিটির সদস্যপদে ছিলেন অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়-সহ টলিউডের তাবড় তারকা।
করোনা কারণে নবান্ন সভাগৃহের বদলে নজরুল মঞ্চ থেকে গত বছর ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত বছর ছিল সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মদিন। সেই কারণে ওই প্রেক্ষাগৃহেই উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় সত্যজিতের অন্যতম জনপ্রিয় ছবি ‘অরণ্যের দিনরাত্রি’। এ বছরের উদ্বোধনী ছবি কী? আয়োজক কমিটির সদস্যপদে কাদের দেখা যাবে? কোথা থেকে, কী ভাবে উদ্বোধন হবে উৎসবের? আমন্ত্রিত অতিথি তালিকায় কারা থাকবেন, বাদ যাবেন কারা? খুঁটিনাটি বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছিল রাজের কাছে। তিনি তাঁর আগামি ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। আপাতত তিনি উৎসব নিয়ে সবিস্তারে বলতে নারাজ।
ইতিমধ্যেই উৎসবের ওয়েবসাইটে ছবি জমা দেওয়ার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছে। সমস্ত বিভাগে ছবি জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর। এ বছর কী কী বিভাগ রয়েছে? ওয়েবসাইট বলছে, প্রতি বছরের সমস্ত চালু বিভাগই এ বছরেও খুলে দেওয়া হবে ‘সিনেমাওয়ালা’দের জন্য। প্রতিযোগিতামূলক বিভাগে থাকবে— আন্তর্জাতিক প্রতিযোগিতা: মুভিং ইমেজে উদ্ভাবনী দৃষ্টান্ত, ভারতীয় ভাষার ছবি নিয়ে প্রতিযোগিতা, এশিয়ান সিলেক্ট (NETPAC পুরস্কার), তথ্যচিত্র ছবির উপরে জাতীয় প্রতিযোগিতা, ছোট ছবির জাতীয় প্রতিযোগিতা। প্রতি বছরের মতো থাকবে অপ্রতিযোগিতামূলক বিভাগও। যেখানে বেঙ্গলি প্যানোরমা আর আন্তর্জাতিক ছবির বিভাগ থাকবে।
আরও পড়ুন-রেখার সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মত্ত অমিতাভ,অন্তরঙ্গ দৃশ্য দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন জয়া