সংক্ষিপ্ত
ছবিটি গোটা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু এসবের মাঝেই লিউকেমিয়ায় প্রাণ হারাল ছোট্ট রাহুল। প্রসঙ্গত, আগামী বছর অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’। এই ছবির পরিচালক পান নলিন।
অস্কারের দৌড়ে থাকা গুজরাটি ছবি ছেল্লো শো-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল শিশু শিল্পী রাহুল কোলি। তবে কপালে সহ্য হল না। বয়স মাত্র ১০ বছর। জীবন ছিল অনেকটাই বাকি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে এখানেই থামল রাহুলের দৌড়। গুজরাটের ক্যানসার রিসার্চ সেন্টারে জীবন যুদ্ধে হার মানল এই শিশু শিল্পীর ছোট্ট প্রাণ। একরাশ স্বপ্ন চোখে নিয়েই চলে গেল রাহুল কোলি। আর স্বপ্ন দেখতে শিখিয়ে দিয়ে গেল তার দর্শকদের।
ছবিটি গোটা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু এসবের মাঝেই লিউকেমিয়ায় প্রাণ হারাল ছোট্ট রাহুল। প্রসঙ্গত, আগামী বছর অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’। এই ছবির পরিচালক পান নলিন।
'ছেল্লো শো'-এর শুটিংয়ের পর তাঁর পরিবার এই রোগের কথা জানতে পারে। এখন ছবিটি মুক্তির মাত্র কয়েকদিন আগে তার মৃত্যুতে সবাই হতবাক। মঙ্গলবার রাহুলের বাবা জানান, ২ অক্টোবর রবিবার রাহুল জলখাবার খায়। তারপরেই আচমকা জ্বর আসে। পরপর তিনবার রক্তবমি হয় তার। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই ছোট্ট প্রাণ। ‘ছেল্লো শো’ ছবির ৬ শিশু শিল্পীর মধ্যে অন্যতম ছিল রাহুল। গুজরাটের জামনগরের হাপা গ্রামেই রাহুলের পরিবার। রাহুলের বাবা পেশায় অটোরিকশা চালক।
রাহুল ছেল্লো শোতে একটি দুর্দান্ত কাজ করেছেন এবং চলচ্চিত্র উৎসবে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়েছিল। রাহুল এবং ভাবিন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিচা মীনা, ভাবেশ শ্রীমালি, পরেশ মেহতা এবং টিয়া সাবেচিয়ান।
আরও পড়ুন-রেখার সঙ্গে চরম ঘনিষ্ঠতায় মত্ত অমিতাভ,অন্তরঙ্গ দৃশ্য দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন জয়া
ছেল্লো শো ভারতীয় সিনেমার সেলুলয়েড থেকে ডিজিটালে রূপান্তরের পটভূমিতে তৈরি। এই সিনেমাতে তুলে ধরা হয়েছে সৌরাষ্ট্রের প্রত্যন্ত গ্রামের গল্পকে, যেখানে নয় বছর বয়সী সাময় সিনেমার প্রেমে পড়ে এবং সিনেমাকেই নিজের পড়ার বিষয় করে তোলে।
সিনেমাটি পান নলিনের সিনেমার প্রতি ভালোবাসা থেকে অনুপ্রাণিত হয়েছে কারণ তিনি গ্রামীণ গুজরাটের একজন ছেলে ছিলেন। ছেল্লো শো এর বিশ্ব প্রিমিয়ার ছিল রবার্ট ডি নিরোর ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে এবং এখন ১৪ অক্টোবর ভারত জুড়ে থিয়েটারে মুক্তির জন্য অপেক্ষা করছে।