সংক্ষিপ্ত

  • রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে হাজির মিমি
  • সংসদরে শীতকালীন অধিবেশনে মায়ের সঙ্গে মিমি
  • সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন সংসদ
  • পোশাক বিতর্ক এড়িয়ে এবার কুর্তিতেই ধরা দিলেন তিনি 

লোকসভা নির্বাচনের জয়ী হওয়ার পর থেকেই বদলে গিয়েছে মিমি চক্রবর্তীর জীবন। কেবল অভিনেত্রীতেই আর এখন মিমির পরিচয় সীমিত থাকে না। অভিনয়ের পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকা, সময়ে সময়ে বিভিন্ন বৈঠকে যোগ দেওয়া, রাজ্য ও রাষ্ট্রীয় স্তরে সিদ্ধান্ত বা মতামত পোষণ করার মত গুরুগম্ভীর কাজে এখন সমান ভাবে যোগ দান করছেন তিনি। 

ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরই পরিচয় পত্র গ্রহণের জন্য দিল্লি পাড়ি দিয়েছিলেন মিমি। সেখানে পোশাক নিয়ে বিভ্রান্তে পড়তে হয়েছিল তাঁকে। জিন্স পরে কেন সংসদে প্রবেশ, একের পর এক প্রশ্নে ভরে উঠেছিল নেট দুনিয়ায়। সেই পরিস্থিতিকে খুব সুক্ষ্মভাবে কাটিয়ে উঠেছিলেন মিমি। তারপর খানিক নজর দিয়েছিলেন নিজের স্বপ্নপূর্ণের লক্ষ্যে। 

 

 

সোমবার থেকেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। সেখানেই হাজির হলেন মিমি চক্রবর্তী। সঙ্গে হাজির তাঁর মা। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন মিমি। ১৮ নভেম্বর শুরু হল এই অধিবেশন। এটি রাজ্যসভার ২৫০ তম অধিবেশন। শেষ হবে ১৩ ডিসেম্বর। তবে এবার পরনে জিন্স নয়। কালো কুর্তিতেই উপস্থিত হলেন মিমি।