সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ মিমিসকলের নজর কেড়ে শেয়ার করলেন ছবিছবিলর সঙ্গে শেয়ার করলেন একটি মজার ক্যাপশনফেস্টিভ মুডে নয়া লুকে ধরা দিলেন মিমি

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ মিমি চক্রবর্তী। কখনও ফ্যাশন স্টেটমেন্ট কখনও আবার নতুন মিউজিক ভিডিওর খবর, নিত্য নতুন আপডেট নিয়ে হাজির হন তিনি। টলিউডে আবার কবে পা রাখছেন সে খবর না মিললেও মিউজিক ভিডিও তৈরির সুবাদে বেশ কিছু পোর্টফোলিওর যে তৈরি করেছেন তা নিয়ে কোনও দ্বিমত থাকে না। 

View post on Instagram

একের পর এক ছবি শেয়ার করে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ঝড় তুলেছেন মিমি। কখনও ফেস্টিভ্যাল লুক কখনও আবার ঘরোয়া লুকে ছিমছাম মিমি চক্রবর্তী। তবে এবার ছবিটি শেয়ার করলেন তিনি বেশ মজার ছলে। যাকে বলে সিলভারেই বাজিমাত। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পোজ দিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেটি যখন শেয়ার করলেন তখন ক্যাপশনে বেজায় সকলের মন কাড়লেন তিনি। 

View post on Instagram

মজার ছলে মিমি চক্রবর্তী লিখলেন, খিদের মুখে রেস্তোরাতে গিয়ে যখন শোনা যায় যে টেবিল নেই, তখন মাটিতে বসেই খেতে রাজি। কয়েকদিন আগেই দীপাবলি উপলক্ষ্যে নিজের বাড়ি আলোয় সাজিয়ে ছিলেন মিমি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। শেয়ার করেছিলেন নিজের পোষ্যকে নিয়েও একটি ভিডিও। তবে সোশ্যাল পেজে এই নতুন ছবি বেজায় সকলের মন কেড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।