সংক্ষিপ্ত

মিমি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দায়িত্ব একাধিক জনকে দিয়েছেন। তাঁরা ঠিকমত দায়িত্ব পালন করছেন না বলেও পরেক্ষে অভিযোগ করেন তিনি।

আমন্ত্রণ জানান হয়নি তাই কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।  এবার চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই তিনি নিজের সংসদীয় কেন্দ্রের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিমি জানিয়েছেন তাঁকে একটি অফিসিয়াল একটি চিঠি পাঠান হয়েছিল। কিন্তু সেটাও মিমির কাছে যথেষ্ট নয়। তিনি বলেন কেউ তাঁকে ফোন করে জানায়নি। তিনি আরও বলেন ইন্ডাস্ট্রির কেউ কোনও দিন এই অনুষ্ঠানে ডাকেনি। সেই জন্যই তিনি অনুষ্ঠানগুলিতে অনুপস্থিত ছিলেন। 

মিমি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দায়িত্ব একাধিক জনকে দিয়েছেন। তাঁরা ঠিকমত দায়িত্ব পালন করছেন না বলেও পরেক্ষে অভিযোগ করেন তিনি। একটি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে  মিমি বলেন এখন একাধিক অনুষ্ঠান হয়। কিন্তু তাঁকে ডাকা হয় না। এরজন্য তাঁর অনেক খারাপ লাগা রয়েছে। তিনি জানিয়েছেন অফিসিয়াল আমন্ত্রণপত্র পাঠান হয়েছে, সেটা তাঁর লেটারবক্সে রয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির কেউ ফোন করা তো দূরের কথা তাঁকে একটা মেসেজও করেননি। তাই তিনি খুব দুঃখ পেয়েছেন। গতবার ছোট করে হলেও কলকাতা চলচ্চিত্র উৎসবে তেমনভাবে উপস্থিত হননি মিমি। 

কলকাতা চলচ্চিত্ব উৎসবের বিশেষ দায়িত্ব রয়েছেন চলচ্চিত্র পরিচালর রাজ চক্রবর্তী। তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি ব্যস্ত রয়েছেন বলেও জানিয়েছেন। একটা সময় মিমি ও রাজ চক্রবর্তী ঘনিষ্ট সম্পর্ক ছিল। যদিও তা এখন অতীত। বর্তমানে রাজ শুভশ্রীর স্বামী। তবে মিমি কিন্তু কারও নাম নেননি, বা বলেননি কার জন্য কোনও বিশেষ ব্যক্তির তাঁকে আমন্ত্রণ জানালে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হতেন কিনা। 

তবে একাটা সময় তৃণমূল কংগ্রেসের যেকোনও ইভেন্টেই মিমির উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে শুরু করে কলকাতা চলচ্চিত্র উৎসব- সব অনুষ্ঠানেই তিনি উপস্থিত থাকতেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিশেষ ঘনিষ্ট বিত্তে থাকেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী। বর্তমানে রাজনীতি আর সিনেম - এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত থাকেন তিনি।