দীপাবলিতে পথচারীদের হাতে উপহার দিলেন নিখিলশিশুকে কোলে নিয়ে উপস্থিত ছিলেন নুসরতদীপাবলির আগে শাড়ি বিতরন করলেন সাংসদসোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি 

সামনেই দীপাবলি। এই মরশুমে সকলে মিলে যাতে আনন্দে মেতে ওঠে সেই দিকেই এবার নজর দিলেন নুসরত জাহান। পাশে পেলেন নিখিলকেও। দীপাবলির আনন্দ ভাগ করে নিতে এবার পথচারী মহিলাদের হাতে শাড়ি তুলে দিলেন নুসরত জাহান। 

সাংসদ হওয়ার পর থেকেই অভিনেত্রীর পাশাপাশি এলাকার মানুষের প্রতি নান দায় পালন করেছেন নুসরত। বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার মাধ্যমে পৌচ্ছে গিয়েছে সকলের কাছে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন সকলকে। কিন্তু কোথাও গিয়ে যেন পর্দায় তাঁকে না পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে দর্শকদের। 

View post on Instagram

তবে পুজোর আগেই সুখবর শোনালেন নুসরত নিজেই। শ্যুটিং ফ্লোরে ফিরছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে সেই ছবির কাজ। কাজের ব্যস্ততার ফাঁকেই চুটিয়ে পুজো উপভোগ করলেন তিনি। এবার দীপাবলির মরশুমে সেই আনন্দই ভাগ করে নিতে রাস্তায় নামলেন নুসরত-নিখিল। পথবাসী মানুষের হাতে তুলে দিলেন শাড়ি। সেই ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়।