বাংলা ছবির নয়া ইতিহাস গড়ল দেব, ১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদানদেব অভিনীত 'খাদান' ছবি মাত্র ১৫ দিনে ১২.৩ কোটি টাকা আয় করেছে এবং ৮.১ লক্ষ দর্শক উপভোগ করেছেন। জাতীয় মাল্টিপ্লেক্সেও ছবিটির আয় নজরকাড়া। জিৎ, দেবকে mass commercial ছবিতে বেশি করে দেখতে চান বলে জানিয়েছেন।