বছরের শেষ থেকে বছরের শুরু। বিয়ের মরসুমে বলিউড থেকে টলিউড তারকা, ধরা দিলেন নয়া লুকে। এবার বিয়ের বাড়ি মাতালেন নিখিল জৈন ও নুসরত জাহান। এই জুটি চুটিয়ে উপভোগ করলেন হলদি অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।