'ফুলকি'কে হারিয়ে 'কথা' ধরে রাখল শীর্ষস্থান, জেনে নিন বাকি কোন সিরিয়াল কোন স্থানে, রইল TRP তালিকাটানা সাত দিনের লড়াইয়ে কথা সিরিয়াল জয়ী হয়েছে। ফুলকি, গীতা এলএলবি, উড়ান ও পরিণীতা একই রেটিং পেয়েছে। জগদ্ধাত্রী, আনন্দী ও রাঙামতী তিরন্দাজ পরবর্তী স্থানে রয়েছে।