সংক্ষিপ্ত

  • মুম্বই পুলিশের পাশে রয়েছে বলিউড
  • তার প্রমাণ মিলেছে একাধিকবার
  • মুম্বই পুলিশের প্রশংসাও করেছেন তারকারা
  • এবার তাঁদের সুরক্ষার কথা ভেবে নয়া উদ্যোগ নিলেন রোহিত শেট্টি

করোনার কোপ থেকে দেশকে রক্ষা করতে প্রতিটা মুহূর্তে সতর্ক রয়েছে প্রশাসন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু মানুষ। তবে প্রথম সারিতে দাঁড়িয়ে যাঁরা লড়াই করে চলেছেন তাঁরা হলেন পুলিশ, স্বাস্যকর্মী ও ডাক্তার। তাঁদের অবদানের কথা মাথায় রেখেই সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ জানিয়েছেন তারকারা। সাধ্য মত থেকেছেন পাশে। 

আরও পড়ুন-এই কারণের জন্যই অজয়কে বিয়ে করেছিলেন কাজল, ফাঁস হল গোপন সত্য 

একদিকে যেমন পুলিশের ভুমিকা নিয়ে সকলেই মুগ্ধ, তেমনই চিন্তার ভাঁজ তাঁদের পরিবারের কপালে। যখন গোটা দেশ বাড়িতে লকডাউনে, তখন বেশি করে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছেন তাঁরা। হাজার হাজার মানুষের গায়ে হাত দিয়ে কথা বলছেন। এরই মধ্যে বেশ কিছু পুলিশের দেহে মিলিছে করোনা ভাইরাস। তাঁদের পরিবারের সকলেই দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন। 

 

 

এবার বলিউডের পরিচালক রোহিত শেট্টি সাহায্যের হাত বাড়ালেন মুম্বইয়ের পুলিশের দিকে। আট হোটেলের দরজা দিলেন খুলে। সেখানেই ব্যবস্থা করলেন পুলিশদের থাকা খাওয়ার। সেখানেই তাঁরা বিশ্রাম নিতে পারবেন, সেখানেই তাঁরা সকালে ও রাতে খাওয়া দাওয়া করবেন। রোহিত শেট্টির এই উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ মুম্বই পুলিশে। সোশ্যাল মিডিয়ায় জানালেন ধন্যবাদ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা