মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিলেন সারা আলি খান সাধারণ লুকেই ধরা দিলেন অভিনেত্রী প্রমাণ করলেন দরাজ মন

মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করেন সারা আলি খান। মাঝে মধ্যেই নবাব কন্যাকে অমৃতার সঙ্গে দেখতে পাওয়া যায়। তবে সারা আলি খান লাইম লাইটের বাইরে কতটা ছাপসা তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। মায়ের সঙ্গেই সম্প্রতি ফ্রেমবন্দি হলেন সারা আলি খান। সাদা পোশাকে শনি মন্দিরে পুজো দিলেন তাঁরা দুজন। 

View post on Instagram

ধর্মের গোড়ামি যে সারার নেই তা এর আগেও বেশ কয়েকবার প্রমাণ করেছেন তিনি। মাঝে মধ্যেই মন্দিরে পুজো দেন তিনি। এবার মুম্বইয়ের মুক্তেশ্বর মন্দিরে হাজির হয়েছিলেন মায়ের হাত ধরে। এই মন্দির খুব সাধারণ হলেও, মানুষের বিশ্বাস তা খুবই জাগ্রত। সেখানেই সাধারণ ভাবেই আর পাঁচজনের সঙ্গে পুজো দিলেন সারা আলি খান। নিয়ম নিষ্ঠা মেনে ইশ্বরের আরাধনা করলেন তিনি। মন্দিরের চারপাশে ঘুরেও নিলেন একবার। 

View post on Instagram

ভগবানের কাছে প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়ে এলেন সারা আলি খান। তাঁর পরণে ছিল সাদা সালওয়ার। মায়ের পরণেও সালওয়ার। এরপর যা করলেন, তাতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন ভিক্ষুককে নিজে হাতে তুলে দিলেন মোটা অঙ্কের টাকা। সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। মুহূর্তে ভাইরাল সারার ভিডিও।