প্রকাশ্যে এল জনের নতুন ছবির লুকমুক্তি পেল পাগলপন্থী-র গানগোবিন্দার ছবির গানের রিমেকে জনপুরো দমে চলছে ছবির কাজ

পর পর বেশ কয়েকটা ছবিতে দেশ সেবার কাজে নিজেকে নিয়োগ করার চরিত্রে অভিনয় করতে দেখা যায় জনকে। এবার খানিকটা স্বাদ বদলের পালা। মজার ছলে হাসির ছবি নিয়ে দর্শকদের অন্য জন উপহার দিতে চলেছেন অভিনেতা। 

চলতি বছরেই শুরু হয়েছিল পাগলপন্থী ছবির কাজ। ছবিতে মুখ্যভুমিকায় দেখা যাবে জন আব্রহম ও ইলিয়েনাকে। সেই ছবিরই প্রথম লুক থেকে শুরু করে গান প্রকাশ্যে এল বৃহস্পতিবার। গান মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা পাগলপন্থী ছবির গোটা টিম। মহাসমারহে ছবির ঘোষাণা করলেন ছবির পরিচালক। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিলেন পাগলপন্থী শুরু।

Scroll to load tweet…

তবে ছবির মধ্যে সবথেকে বেশি চমকের যা ছিল তা হল গোবিন্দ অভিনীত ছবির গান তুম পার হাম হ্যায়। সেই গানেরই রিমেকের দেখা মিলবে এই ছবিতে। গানটি গেয়েছেন নেহা কক্কর ও মিল্কা সিং। গানটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়া মাত্রই মুহুর্তে ভাইরাল হয়। সেখানেই গরমমশালার চেনা জনকেই যেন দেখা গেল এক ঝলকে।