সংক্ষিপ্ত
- মুক্তি পেল স্ট্রিট ডান্সার থ্রিডি-র
- ডান্স ফ্লোরে আবারও হট নোরা
- বরুণের বিপরীতে ঝড় তুললেন নোরা
- মুহুর্তে নেট দুনিয়ায় ভাইরাল নতুন গান
স্ট্রিট ডান্সার থ্রিডি ছবি ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। প্রথম লুক প্রকাশ্যে আসা মাত্রই তা ছড়িয়ে পড়েছিলেন নেট দুনিয়ায়। নাচের প্রেক্ষাপটে একাধিক ছবি তৈরি করেছেন পরিচালক রেমো ডিসুজা। তবে এই ছবিটি তার থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে বলে নিজেই দাবি করেছিলেন পরিচালক। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর তা আরও স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুনঃ ক্ষতির মুখে দাবাং থ্রি, বক্স অফিসকে বুড়ো আঙুল দেখিয়ে জনসাধারণের পাশে ভাইজান
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মুক্তি পেয়েছে প্রথম গানও। প্রভুদেবার সঙ্গে ডান্স ফ্লোর কাঁপানোর পর এবার বরুণের পাশে নোরা। দুয়ের যুগলবন্দিতে উঠে এল এক হট কম্পোজিশন। তবে এবার আর বেলি ডান্স নয়। বলিউড স্টাইলের হিট এই জুটি। যেমন গানের নাম তেমনই জুটির উপস্থাপনা।
বৃহস্পতিবার মুক্তি পেল গরমি গান। সেখানেই দেখা গেল নোরা ফাতেহিকে। এর আগে ট্রেলারে কিংবা গানের দৃশ্যে সেভাবে ভক্তরা পায়নি নোরা ফাতেহিকে। বাদশা ও নেহা কক্করের গলায় গাওয়া এই গান প্রকাশ্যের পরই ভিউ ছাড়ালো সাড়ে তিন লক্ষ। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে এই ছবি। ফলে ভক্তদের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে।