হাত ভর্তি বাজি নিয়ে হাজির তৈমুরকরিশ্মাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে হাজির করিনামায়ের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন তৈমুরনিজের বাজি নিজেই আগলে সেলিব্রেশনে হাজির ছোট্ট নবাব

দীপাবলি উপলক্ষ্যে সকলেই মেতে উঠেছেন উৎসবের মেজাজে। সেই তালিকা থেকে বাদ পড়লেন না কেউই। বলিউড থেকে টলিউড, সারা দেশ জুড়ে দীপাবলিতে এখন আলোর রসনাই। ছোটদের হাতে বাজি, বড়দের হাতে দীপাবলির প্রদীপ। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে শুভেচ্ছাও জানাচ্ছেন সকলে। 

View post on Instagram

তবে এবার সইফ পুত্র তৈমুর বেশ বড়। নিজেই কুর্তা পায়জামা পরে হাজির হলেন করিশ্মা কাপুরের অফিসে। সঙ্গে ছিলেন করিনা কাপুর খান। তবে খালি হাতে নয়, দীপাবলিতে মাসির কাছে তৈমুর এসে হাজির হল দুহাত ভর্তি বাজি নিয়ে। মায়ের সঙ্গে পোজ দিয়ে এদিন ক্যামেরা বন্দিও হল ছোট্ট নবাব। 

View post on Instagram

হালকা রঙের পোশাকে এদিন করিনা কাপুরও সকলের নজর কাড়লেন। দীপাবলির সকালে তৈমুরকে নিয়ে দিদির কাছে এলেন শুভেচ্ছা জানাতে। তবে সব থেকে বেশি যা চোখে পড়ে তা হল ছোট্ট তৈমুরের বাজি আগলানো। হাতে ধরছে না, তবুও তা কাউকে ধরতে দিতে নারাজ সে। নিজেই নিজের বাজি নিয়ে চলল দীপাবলি সেলিব্রেশনে।