সংক্ষিপ্ত

সিটি বন্ধুধরায় টলিতারকাদের ভিড়

সোমবার সকালেই বাংলাদেশের পথে একাধিক টলি তারকা

ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার সেরা নির্বাচনে তিন টলিউড তারকা

বিমানবন্দর থেকে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়

ভারত-বাংলাদেশে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে সোমবার সকালেই বাংলাদেশের পথে পা বাড়ালেন একগুচ্ছ টলি-তারকারা। একাধিক ছবির মধ্যে কড়া টক্করের পরই বেছে নেওয়া হয় কোন ছবি, কোন অভিনেত্রী কিংবা কোন পরিচালকের হাতে উঠে আসবে শ্রেষ্টত্বের সন্মান। তারই শেষ লগ্নে এসে এবার সেজে উঠল ঢাকা শহর।

বেশ কয়েকদিন ধরেই ২০১৮-২০১৯ সালের সেরা কিছু ছবি নিয়ে চলছিল চুল চেরা বিচার। যেখানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বাংলাছবির জগত থেকে গৌতম ঘোষ, ব্রাত্য বসু, তনুশ্রী চক্রবর্তী। বাংলাদেশের পক্ষ থেকে বিচারক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আলমগীর হোসেন, সারা বেগম, হাসিবুল রেজা, খোর্সেদ আলম প্রমুখেরা। 

 

 

পুরস্কার দেওয়া হবে মোট ২৪টি। সেরা ছবি, সেরা প্রযোজক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সহ অভিনেতা-অভিনেত্রী, সেরা গান, সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা গল্প, বর্ষ সেরা ছবি, বর্ষ সেরা অভিনেতা-অভিনেত্রী প্রমুখেরা। এই উপলক্ষ্যেই সোমবার সেজে উঠল বসুন্ধরা কনভেনসন হল। সেই অনুষ্ঠানে যোগ দিতেই সকাল সকাল রওনা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জিৎ, পরমব্রত, রুদ্রনীল প্রমুখেরা।