সংক্ষিপ্ত
দুই অভিনেতার দাপটে যুদ্ধ চলছে এখনও
৫০০ কোটি ক্লাবে ঢুকেও থামেনি ঠাণ্ডা লড়াই
ঘুঙরু গানের সঙ্গে নেচে চ্যালেঞ্জ টাইগারের
মুহুর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
যুদ্ধ এখনো থামেনি। হৃত্বিক-টাইগার অভিনীত ছবি ওয়ার নিয়ে বছরভরই দর্শকদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তারই মাঝে একের পর এক ট্রেলার-টিজার মুক্তিতে সেই উত্তেজনা দ্বিগুণ হয়ে যায় মানুষের মধ্যে। তবে এখানেই শেষ নয়। ছবি মুক্তির পর যাকে বলে পর্দা জুড়ে কড়া টক্কর। ছবির প্রমোশনেই দুই অভিনেতা একে অন্যকে কটাক্ষ করে চালিয়ে ছিলেন ঠাণ্ডা যুদ্ধ।
ছবি মুক্তির পর অতিক্রান্ত হয়েছে একমাসেরও বেশি সময়। এরই মাঝে ছবি নাম লিখিয়েছে ৫০০ কোটির ক্লাবে। বিশ্ব জুড়ে ছবির এই সাফল্যের দৌড় এখনও থামেনি। তাই থেকে থাকেননি অভিনেতারাও। ছবিতে জয় জয় শিবশঙ্কর গানে একে অন্যকে সামনে টেক্কা দিলেও ঘুঙরু গানে হৃত্বিক একই করেছিলেন বাজিমাত। ফলে সেখানে পিছিয়ে পড়েন টাইগার।
এবার সেই খামতি পুরোন করতেই সোশ্যাল মিডিয়ায় হাজির টাইগার। ঠাণ্ডা যুদ্ধে সামিল হয়ে হালকা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ভক্তদের মধ্যে। কে সেরা, বিচার করাটা একটু সুবিধে হল। কারণ সমান তালে টাইগারও ঘুঙরু গানের সঙ্গে নেচে তা সোশ্যাল পেজে পোস্ট করলেন। মুহুর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।