সংক্ষিপ্ত

গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে টলিউডেরময়দানে ছবি বাছতে খানিক সিলেকটিভ হয়েছেন এই লাস্যময়ী। এমনকী গল্প বা চরিত্র পছন্দ না হলে সরাসরি করছেন রিজেক্ট। মাঝেমধ্যে সেসব নিয়ে হচ্ছে বিতর্ক।

বিতর্ক সব সময়েই পছন্দের বিষয় টলিউডের অন্যতম নামজাদা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের(Tollywood actress Swastika Mukherjee)। এদিকে নতুন বছরে তারকা হোক বা আম-আদিম প্রত্যেকেই নিচ্ছেন নতুন নতুন রেজোলিউশন(new year resolution), সেখানে কেনই বা পিছিয়ে থাকবেন সন্তু কন্যা। তবে নামটা যখন স্বস্তিকা তখন রেজোলিউশনেও যে খানিক চমক থাকবে তা আর বলতে! সম্প্রতি বাংলা সংবাদমাধ্যমের বিশষে সাক্ষাৎকার(Media special interview) এই বিষয়ে করলেন বেশ কিছু অকপট স্বীকারোক্তি। কাজ থেকে শুরু করে রাজনীতি, প্রতি বিষয়েই দিলেন খোলামেলা জবাব। এদিকে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে টলিউডের(Tollywood) ময়দানে ছবি বাছতে খানিক সিলেকটিভ হয়েছেন এই লাস্যময়ী। এমনকী গল্প বা চরিত্র পছন্দ না হলে সরাসরি করছেন রিজেক্ট। মাঝেমধ্যে সেসব নিয়ে হচ্ছে বিতর্ক। কিন্তু ওই যে বললাম, বিতর্ক বরাবরই পছন্দের বিষয় স্বস্তিকার। তা তা গায়ে মেখেও দিব্যি জীবন স্রোতে বয়ে নিয়ে চলেছেন তিনি।

তাঁকে নিয়ে বারেবারে ওঠা বিতর্ক প্রসঙ্গে বলতে গিয়ে স্বস্তিকার অকপট জবাব, স্পষ্ট কথা বললে, ভুল কথার প্রতিবাদ জানালে বা প্রেম প্রকাশ্যে স্বীকার করলে কিংবা সম্পর্ক ভাঙলে যদি বিতর্ক জন্ম নেয়, তা হলে হাঁটতে আমি রাজি।এদিকে বিধানসভা ভোট হোক বা লোকসভা শেষ দু-বছরে ডান হোক বা বাম, প্রত্যক্ষ রাজনীতির মঞ্চে বরাবরই দেখা গিয়েছে টলিউডের বেশ কিছু নামজাদা মুখকে। তবে এই ক্ষেত্রে খানিক ব্যতিক্রমী ভূমিকাতেই দেখা যায় স্বস্তিকা। তবে স্বস্তিকা যে রাজনীতি একেবারেই পছন্দ করেন না তা একেবারেই নয়। এমনকী ভবিষ্যতে যে রাজনীতির(Politics) মঞ্চে পা রাখবেন না তাও বললেনি কখনও। এদিকে স্বস্তিকা ভক্তরা তাঁর পশুপ্রেম বা সমাজসেবার কথা ভালোমতোই জানে। কিন্তু আম-আদমির কাছে এই বিষয়ে বিশেষ পরিচিতি নেই স্বস্তিকার, যতটা তার বোল্ড ইমেজের কারণে আছে। এদিকে রাজনীতি পা রাখলে বাকি বিষয়গুলিও সহজেই মানুষের নজরে আসতো। কিন্তু তারপরেও কেন রাজনীতি বিমুখ স্বস্তিকা?

আরও পড়ুন-বর্ষবরণে জমজমাট জয়পুর, ধামসা মাদলের তালেই মেতে উঠলেন পর্যটকেরা

এই প্রসঙ্গে বলতে গিয়ে স্বস্তিকার জবাব, ‘‘বাবা বলেছিলেন, সবাই যখন যেটা করবে, তুমি সেটা করবে না। সবাই যখন সরে আসবে তুমি তখন পা বাড়াবে। আমি বাবার কথা অক্ষরে অক্ষরে মানি। তাই সব তারকারা যে দিন রাজনীতি ছাড়বেন আমি যোগ দেব।’’ স্বস্তিকার এই উত্তর নিয়েই বর্তমানে জোরদার চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকেই বলছেন, এই কথা দিয়ে আদপে সতীর্থদের উচ্চাকাক্ষা নিয়ে রসিকতা করেছেন তিনি, অনেকে আবার বলছেই নতুন বছরে হয়তো খুব শিগগিরই রাজনীতির মঞ্চে দেখা যাবে স্বস্তিকাকে।