জন্মদিনে নয়া লুকে জিৎ শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার শহর কলকাতার খুব কাছের এক পটভূমি ৩ জানুয়ারী মুক্তি পাবে এই ছবি

শনিবার জিতের জন্মদিন উপলক্ষ্যে মুক্তি পায় অসুর ছবির ট্রেলার। আগে থেকেই ট্রেলার মুক্তির খবর ঘোষণা করেছিলেন জিৎ। এবার ছবির ট্রেলার মুক্তিতে দর্শকদের উত্তেজনার পারদ চরল তুঙ্গে। প্রথম থেকেই ছবি ঘিরে কৌতুহল ছিল আকাশ চুম্বী। তবে ছবির চিত্রনাট্য জুড়ে কোন অসুর বধের গল্প বলবে জিৎ তা স্পষ্ট না থাকায় তৈরি হয়েছিল জল্পনা। 

শনিবার ট্রেলার মুক্তির পর যা সামনে এল তা থেকে এক কথায় হতবাক হতে হয়। এ গল্প যেন খুব চেনা। না, গল্পের পটভূমি কিংবা চরিত্রেরা নয়, সবচেয়ে বড় দূর্গার অধ্যায় শহর কলকাতা সম্প্রতি দেখেছে। দেশপ্রিয়পার্ক চত্বর জুড়ে কীভাবে বন্ধ হয়েছিল পুজো, তার ইতিহাস সামনে না এলেও, সেই ধাঁচেই গড়ে তোলা হল গল্প।

View post on Instagram

নিজে হাতে মাতৃপ্রতিমা গড়ে তাক লাগিয়ে দেওয়ার স্বপ্ন দেখেন যিনি অসুর তিনি, নাকি সভ্যতার আরালে থেকে যে নোংরা চাল চেলে চলেছেন, অসুরের তকমা তারই জন্য ধার্য্য! এই ছবি তারই গল্প বলবে। ছবির পরতে পরতে জড়িয়ে থাকা বাঙালির প্রিয় দুর্গাপুজো যেন এই ছবির চাহিদাকে আরও দ্বিগুণ করে তুলল। এক অনবদ্য লুকে ধরা দিলেন জিৎ। আগামী বছরের প্রথমেই মুক্তি পাবে এই ছবি।