সংক্ষিপ্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনা বাহিনী ট্যাঙ্ক নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে।

 

ভারত-বাংলাদেশের সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ একাধিকবার ভারতকে লক্ষ্য করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীদের মিছিল থেকেও কলকাতা দখলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু কলকাতা বা এই রাজ্য নয় , বাংলাদেশের মৌলবাদী সংগঠন ও বিএনপি-র মত শীর্ষস্থানীয় রাজনৈতিক দলও পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপূর্বের একাধিক রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি এই রাজ্যের সঙ্গে ওড়িশা দখলের হুমকিও দিয়েছে বাংলাদেশ। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশি সেনা বাহিনীর ট্যাঙ্ক নিয়ে ভারত দখলের ছবি। প্রশ্ন, সত্যই এই ঘটনা ঘটছে বাংলাদেশে। দেখুন সেই ছবিঃ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনা বাহিনী ট্যাঙ্ক নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে। প্রশ্ন সত্যি কি বাংলাদেশের সেনা বাহিনী এজাতীয় হঠকারী পদক্ষেপ নিতে পারে?

 

সোশ্যাল মিডিয়ায় দাবি- সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে বাংলাদেশ থেকে ট্যাঙ্কার ভারতীয় সীমন্তের দিকে এগিয়ে আসছে।

আসল ঘটনাঃ

ফ্যাক্ট চেকে দেখা গেছে আসল ছবিটে ২০১২ সালের। বাংলাদেশের সেনা বহিনীর কুচকাওয়াজের। সেখানে MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কুচকাওয়াজে উপস্থিত ছিলেন।

সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একাধিক প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো-তেও এই ছবি ছাপা হয়েছে। তবে সম্প্রতি ভারত আর বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। যা নিয়ে যুদ্ধের আশঙ্কা দানা বাঁধছে দুই দেশের সাধারণ শাস্তিপ্রিয় মানুষের মধ্যে। কিন্তু এই ছবি যেভাবে দেখান হয়েছে তা কখনই সত্যি নয়।