সংক্ষিপ্ত
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেজরিওয়ালের বক্তব্য। ভিডিও ক্লিপে দাবি করা হয়েছে, আম্বদকর মাতাল অবস্থায় সংবিধানের খসড়া তৈরি করেছিলেন। সত্যি কি কেজরিওয়াল এই কথা বলেছিলেন।
আম আদমি পার্টি(AAP)র নেতা ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, ডক্টর বিআর আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া তৈরির সময় মাতাল ছিলেন। প্রশ্ন উঠেছে কেজরিওয়ালের এই বক্তব্য আদৌ সত্য কিনা।
ঘটনাঃ
অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি ঘিরেই দাবি করা হয়েছে কেজরিওয়াল বলেছেন বিআর আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া তৈরির সময় মাতাল অবস্থায় ছিলেন। সেই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'কেউ একজন বলছেন, যিনি সংবিধান লিখেছেন তিনি মদ্যপ অবস্থায় সংবিধান লিখেছেন'।
ভাইরাল ভিডিও, যা মাত্র নয় সেকেন্ড স্থায়ী হয়, বিভ্রান্তিকর ক্যাপশন সহ ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। এটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দেয়, কিছু ব্যবহারকারী এমনকি ডক্টর আম্বেদকর সম্পর্কে এই ধরনের বিবৃতি দেওয়ার জন্য কেজরিওয়ালকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছিলেন। তবে তদন্তে এই দাবি খারিজ হয়েছে।
ভাইরাল ভিডিও নিয়ে তদন্তঃ
কেজরিওয়ালের এই ভিডিও নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়েছে। যাতে দেখা যাচ্ছে আসল ঘটনা আম আদমি পার্টি গঠনের সময়ই। অর্থাৎ ২০১৪ সালের আগে। কিন্তু সেই সময় কেজরিওয়ালকে ভারতীয় সংবিধান নয়, কংগ্রেস পার্টির সংবিধান নিয়ে কথা বলছেন।
মূল ভিডিওটি প্রায় ২২ সেকেন্ডের। সেখানে তিনি বলেছেন, 'কংগ্রেস পার্টির সংবিধান বলে যে কোনও কর্মী মদ পান করবেন না। আমাদের মধ্যে কেউ একজন বলেছেন, যিনি সংবিধান রচনা করেছেন তিনি নিশ্চয়ই এটি লিখতে গিয়ে মাতাল হয়েছিলেন।'
প্রায় ১২ বছর আগে আম আদমি পার্টির ইউটিউবের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। এই ভিডিওটি সেই ভিডিওর সঙ্গে মিলে যায়। সেখানে তিনি কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হয়েছে। পাশাপাশি কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির পার্থক্যগুলি তুলে ধরছেন। সেই সময় আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের লড়াই ছিল মুখোমুখি।